eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, August 13, 2017

McQ

🚭🔝কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়?
ঊত্তর. পাথরকুঁচি
🚭🔝কোথায় দিনরাত্রি সমান?
ঊত্তর. নিরক্ষরেখায়
🚭🔝সূর্যরশ্মি কী গতিতে ভ্রমণ করে?
ঊত্তর. সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল
🚭🔝ডায়াস্টোল বলতে কী বোঝায়?
ঊত্তর. হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করানো
🚭🔝বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন?
ঊত্তর. বৈজ্ঞানিক আইনস্টাইন
🚭🔝যা টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়.?
ঊত্তর. চৌম্বক শক্তি।
🚭🔝যা তেজস্ক্রিয় পদার্থ নয়?
ঊত্তর. লৌহ।
🚭🔝আলট্রাসনোগ্রাফি কী?
ঊত্তর. ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং।
🚭🔝যে পদার্থটি মৌল নয় আবার যৌগও নয়.?
ঊত্তর. বায়ু
🚭🔝দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন?
ঊত্তর. রক্তে হেপারিন থাকায়।
🚭🔝মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
ঊত্তর. ভূ-পৃষ্ঠে।
🚭🔝কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
ঊত্তর. জনন কোষে।
🚭🔝বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তকে পৃথক করেছে যে নদী?
ঊত্তর. নাফ নদী
🚭🔝বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
ঊত্তর. চাকমা
🚭🔝গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
ঊত্তর. ১৭ এপ্রিল ১৯৭১ সালে
🚭🔝বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন?
ঊত্তর. জেমস্ রেনেল
🚭🔝বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ঊত্তর. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে
🚭🔝জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ঊত্তর. মইনুল হোসেন
🚭🔝সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি?
ঊত্তর. পাগমার্ক
🚭🔝বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় চাকরি করতেন?
ঊত্তর. নৌবাহিনী।

No comments:

Post a Comment