🚭🔝কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়?
ঊত্তর. পাথরকুঁচি
🚭🔝কোথায় দিনরাত্রি সমান?
ঊত্তর. নিরক্ষরেখায়
🚭🔝সূর্যরশ্মি কী গতিতে ভ্রমণ করে?
ঊত্তর. সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল
🚭🔝ডায়াস্টোল বলতে কী বোঝায়?
ঊত্তর. হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করানো
🚭🔝বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন?
ঊত্তর. বৈজ্ঞানিক আইনস্টাইন
🚭🔝যা টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়.?
ঊত্তর. চৌম্বক শক্তি।
🚭🔝যা তেজস্ক্রিয় পদার্থ নয়?
ঊত্তর. লৌহ।
🚭🔝আলট্রাসনোগ্রাফি কী?
ঊত্তর. ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং।
🚭🔝যে পদার্থটি মৌল নয় আবার যৌগও নয়.?
ঊত্তর. বায়ু
🚭🔝দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন?
ঊত্তর. রক্তে হেপারিন থাকায়।
🚭🔝মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
ঊত্তর. ভূ-পৃষ্ঠে।
🚭🔝কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
ঊত্তর. জনন কোষে।
🚭🔝বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তকে পৃথক করেছে যে নদী?
ঊত্তর. নাফ নদী
🚭🔝বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
ঊত্তর. চাকমা
🚭🔝গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
ঊত্তর. ১৭ এপ্রিল ১৯৭১ সালে
🚭🔝বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন?
ঊত্তর. জেমস্ রেনেল
🚭🔝বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ঊত্তর. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে
🚭🔝জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ঊত্তর. মইনুল হোসেন
🚭🔝সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি?
ঊত্তর. পাগমার্ক
🚭🔝বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় চাকরি করতেন?
ঊত্তর. নৌবাহিনী।
No comments:
Post a Comment