................................................
১। উর্দুকে রাষ্ট্রে ভাষা করার প্রস্তাব গৃহীত হয় কত সালে?
উঃ ১৯৪৭ সালে।
২। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ নুরুল আমিন।
৩। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ এ কে ফজলুল হক।
৪। যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে?
উঃ ১৯৫৩ সালে।
৫। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পন করেন?
উঃ তৎকালীন রেসকোর্স ময়দানে।
৬। ঐতিহাসিক ছয়দফা কে ঘোষণা করেন?
উঃ শেখ মুজিবুর রহমান।
৭। বঙ্গ ভঙ্গ করেন কে?
উঃ লর্ড কার্জন।
৮। বঙ্গ ভঙ্গ হয় কত সালে?
উঃ ১৯০৫ সালে।
৯। বাংলাদেশ কত বছর পাকিস্তানের সাথে যুক্ত ছিল?
উঃ ২৪ বছর।
১০। মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টের কোন সেক্টর কমান্ডার ছিলনা?
উঃ ১০ নং সেক্টরে।
১১। ঐতিহাসিক ছয়দফা কত সালে ঘোষণা করা হয়?
উঃ ১৯৬৬ সালে।
১২। ভাষা আন্দোলনের পথ প্রদর্শক খ্যাত ছিলেন কে?
উঃ ধীরেন্দ্র নাথ দত্ত।
১৩। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কয় নং সেক্টরের অধীনে ছিলো?
উঃ ২ নং সেক্টরের অধীনে।
১৪। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কয় নং সেক্টরের অধীনে ছিলো?
উঃ ১ নং সেক্টরের অধীনে।
১৫।মুক্তিযুদ্ধের সময় যশোর কয় নং সেক্টরের অধীনে ছিলো?
উঃ ৮ নং সেক্টরের অধীনে।
১৬।মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কয় নং সেক্টরের অধীনে ছিলো?
উঃ ৭ নং সেক্টরের অধীনে।
১৭।মুক্তিযুদ্ধের সময় সমুদ্র অঞ্চল কয় নং সেক্টরের অধীনে ছিলো?
উঃ ১০ ননং সেক্টরের অধীনে।
১৮।মুক্তিযুদ্ধের সময় বরিশাল কয় নং সেক্টরের অধীনে ছিলো?
উঃ ৯ নং সেক্টরের অধীনে।
১৯। স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন?
উঃ লর্ড মাউন্ট ব্যাটেন।
২০। মৌলিক গণতন্ত্রের প্রবক্তা কে ছিলেন?
উঃ আইয়ুব খান।
২১। লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়?
উঃ ২৩ মার্চ, ১৯৪০।
২২। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কত সালে?
উঃ ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯।
২৩। পাকিস্তানের প্রথম শাসন তন্ত্র কবে বাতিল হয়?
উঃ ১৯৫৮ সালে।
২৪। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ খাজা নাজীম উদ্দীন।
২৫। মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক ছিলেন কে?
উঃ এ কে খন্দকার।
২৬। পূর্ব বাংলার প্রথম মূখ্যমন্ত্রী?
উঃ খাজা নাজীম উদ্দীন।
২৭। তারামন বিবি কে?
উঃ একজন খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
২৮। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে ছিলেন?
উঃ শেখ মুজিবুর রহমান।
২৯। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরে ছিল?
উঃ ৮ নং।
৩০। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?
উঃ ১৯৭১ সালের ৩ মার্চ।
৩১। “উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা” – এ উক্তিটি কার?
উঃ মুহাম্মদ আলী জিন্নাহ।
৩২। পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয় কবে?
উঃ ১৯৫৮।
৩৩। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য দেওয়া রাষ্ট্রীয় পুরস্কার কয়টি?
উঃ ৪ টি।
৩৪। পাকিস্তানের প্রথম প্রধান মন্ত্রী কে ছিলেন?
উঃ লিয়াকত আলী খান।
৩৫। কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতিদান করে?
উঃ ভারত।
৩৬। ছয়দফাকে বলা হয় কী?
উঃ বাঙালী জাতির মুক্তির সনদ।
৩৭। স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হয় কবে?
উঃ ১০ এপ্রিল ১৯৭১।
৩৮। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি?
উঃ মুজিবনগর।
৩৯। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতিদান করে কবে?
উঃ ২২ ফ্রেবুয়ারি, ১৯৭৪।
৪০। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ তাজউদ্দিন আহমদ।
৪১। ভারত- পাকিস্তান বিভক্ত হয় কবে?
উঃ ১৯৪৭ সালে?
৪২। বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায়?
উঃ কলকাতা।
৪৩। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।
৪৪। বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় কবে?
উঃ ১৯৭৫ সালে।
৪৫। “জেড” ফোর্সের কমান্ডার কে ছিলেন?
উঃ মেজর জিয়াউর রহমান।
৪৬। “এস” ফোর্সের কমান্ডার কে ছিলেন?
উঃ মেজর এ কে এম সফিউল্লাহ।
৪৭। “কে” ফোর্সের কমান্ডার কে ছিলেন?
উঃ মেজর খালেদ মোশাররফ।
৪৮। আগরতলা ষড়যন্ত্র মাম্লাড় আসামী ছিলেন কয়জন?
ঊঃ ৩৫ জন।
৪৯। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র বাতিল করেন কে?
উঃ ইস্কান্দার মির্জা, ১৯৫৮ সালে।
৫০। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে কারা?
উঃ ইস্ট বেঙল রেজিমেন্ট।
৫১। ১৯৭১ সালের ঢাকার গভর্নর কে ছিলেন?
উঃ এস এম আহসান।
৫২। বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন কে?
উঃ তাজউদ্দিন আহমদ।
৫৩। প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয় কখন?
উঃ ১৯৪৭ সালে।
৫৪। ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?
উঃ ২১ নভেম্বর ১৯৭১।
৫৫। ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর সেনাধ্যক্ষ কে ছিলেন?
উঃ জেনারেল জগজিৎ সিং অরোরা।
৫৬। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ব্রিগেড আকারে ফোর্স ছিল কয়টি?
উঃ ৩ টি।
৫৭। সর্বপ্রথম পাকিস্তানের বর্বরতার কথা বর্হি বিশ্বে প্রকাশ করেন কে?
উঃ সাইমন ড্রিং।
৫৮। মুজিবনগর কত সালে বাংলাদেশের গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়?
উঃ ২৩ মে, ১৯৭২ সালে।
৫৯। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতারের পরিচালক কে ছিলেন?
উঃ শামসুল ইসলাম চৌধুরী।
৬০। পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন হয় কবে?
উঃ ১৭ ডিসেম্বর, ১৯৭০ সালে।
৬১। যুক্তফ্রন্ট মন্ত্রীসভা বাতিল ঘোষণা করা হয় কবে?
উঃ ৩০ মে, ১৯৫৪।
৬২। ছাত্র সংগ্রাম পরিষদের কর্মসূচি অর্ন্তভুক্ত ছিল কোথায়?
উঃ ১১ দফায়।
৬৩। দায়িত্ব পালন কালে দুর্ঘটনায় নিহত হন কোন বীর মুক্তিযোদ্ধা?
উঃ এয়ার ভাইস মার্শাল আবুল বাশার।
৬৪। আমেরিকান এনবিসি টেলিভিশন মুক্তিযুদ্ধের যে প্রামান্য চিত্র নির্মাণ করে তার নাম কী?
উঃ রেইপ অব বাংলাদেশ।
৬৫। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে?
উঃ ৩ মার্চ, ১৯৭১।
৬৬। স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন কে?
উঃ এম এ হান্নান।
৬৭। পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কবে?
উঃ ২৩ মার্চ, ১৯৫৬ সালে।
৬৮। "রাষ্ট্র ভাষা বাংলা না উর্দু" - পুস্তিকার লেখক কে?
উঃ ড মুহম্মদ শহীদুল্লাহ।
৬৯। ন্যাপ গঠন করা হয় কবে?
উঃ ১৯৫৭ সালে।
৭০। মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উঃ ১১ টি।
৭১। বাংলাদেশ কে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
উঃ ভারত।
৭২। বাংলাদেশ কে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?
উঃ ভুটান।
৭৩। ভারত বাংলাদেশ কে স্বীকৃতি দান করে কবে?
উঃ ৬ই ডিসেম্বর, ১৯৭১।
৭৪। বাংলাদেশ কে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
উঃ ইরাক।
৭৫। বাংলাদেশ কে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
উঃ মালয়েশিয়া।
৭৬। বাংলাদেশ কে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
উঃ সেনেগাল।
৭৭। বাংলাদেশ কে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপিয়ান দেশ কোনটি?
উঃ পোল্যান্ড।
৭৮। বাংলাদেশ কে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকান দেশ কোনটি?
উঃ কানাডা।
৭৯। ভুটান বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করে কবে?
উঃ ৭ ডিসেম্বর, ১৯৭১ সাল।
৮০। যুক্তরাষ্ট্র বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করে কবে?
উঃ ৪ এপ্রিল, ১৯৭২ সাল।
৮১। চীন বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করে কবে?
উঃ ৩১ আগস্ট, ১৯৭৫ সাল।
৮২। সৌদি আরব বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করে কবে?
উঃ ১৬ আগস্ট, ১৯৭৫ সাল।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
…………………………………………………….
Wednesday, August 16, 2017
৩৮তম বিসিএস-এ যেখান থেকে প্রশ্ন থাকবেই!!! বাংলাদেশের স্বাধীনতার পটভূমি:
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment