eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, August 5, 2017

সুপার_সাইক্লোন_২০


#পূর্ণমানঃ ৭০
#সময়ঃ ৩৫ মিনিট।

[প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাঁটা যাবে ]

১) সম্প্রতি ইউরেনিয়াম পাওয়া গেছে বাংলাদেশের কোন জায়গাতে?
ক. দিনাজপুরের মধ্যপাড়াতে
খ. রংপুরের মিঠাপুকুরে
গ. জামালগঞ্জে
ঘ. সিলেট ও মৌলভীবাজার

২) বরেন্দ্রভূমির আয়তন কত?
ক.৯২৮৮ বর্গ কিলোমিটার
খ. ২৯৮৮ বর্গ কিলোমিটার
গ. ৮৮৯২বর্গ কিলোমিটার
ঘ. কোনটিই নয়

৩) বরেন্দ্রভূমি কোন নদী দ্বারা বেষ্টিত?
ক. পদ্মা
খ. আত্রায়
গ. মহানন্দা ও করতোয়া
ঘ. চলন বিল

৪) আনারস ও নানা ধরনের সবজির উৎপাদন বেশি হয় কোথায়?
ক. মধুপুর এলাকায়
খ. চট্টগ্রামে
গ. ময়মনসিংহের গারো পাহাড়ে
ঘ. মধুপুর এলাকায়

৫) সিলেট অববাহিকা অঞ্চলে বড় ধরনের হাওর রয়েছে কয়টি?
ক. ৩
খ. ৫
গ.৭
ঘ. ৯

৬) বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় কবে?
ক. ১৯৯২ সালে
গ. ১৯৭২ সালে
গ. ১৯৯৫সালে
ঘ. ২০১২ সালে

৭) বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন পাস হয় কবে?
ক. ১৯৯২ সালে
গ. ১৯৭২
গ. ১৯৯৫
ঘ. ২০১২

৮) বাংলাদেশ ও ভারত বিভক্তকারী নদী?
ক.চট্টগ্রামে
ক. নাফ
খ. কুলিখ
গ. মাতামুহরী
ঘ. হাড়িয়াভাঙা নদী

৯) বাংলাদেশ থেকে কোন নদীটি ভারতে প্রবেশ করে আর বাংলাদেশে প্রবেশ করেনি?
ক. হালদা
খ. কুলিখ
গ. মাতামুহরী
ঘ. হাড়িয়াভাঙা নদী

১০) বালিশিয়া ভ্যালি কোথায় অবস্থিত?
ক.চট্টগ্রামে
খ. মৌলভীবাজারে
গ. রাঙামাটি
ঘ. বান্দরবান

11. ই-কমার্স এর পূর্ণরূপ কোনটি?
A. ইলেকট্রনিক কমার্স
B. ইলেকট্রিক কমার্স
C. ইন্টারনেট কমার্স
D. ইলেকট্রিক্যাল কমার্স

12. First Generation Mobile phone প্রথম চালু হয় কোথায়?
A. North Korea
B. South Korea
C. America
D. China

13. বাংলাদেশে সর্বপ্রথম 3G সেবা চালু করে টেলিটক -----
A. 12 Oct, 2012
B. 14 Oct, 2012
C. 12 Oct, 2013
D. 14 Oct, 2013

14. 4G সেবা চালু হয় কত সালে?
A. 2004
B. 2005
C. 2006
D. 2007

15. 5G Internet চালু করতে যাচ্ছে?
A. America
B. South Korea
C. China
D. Germany

16. Hotspot প্রযুক্তি কয়টি?
A. 2
B. 3
C. 4
D. কোন প্রকারভেদ নাই

17. PAN means ----
A. Personal Access Network
B. Personal Area Network
C. Personal Alert Network
D. All

18. Bluetooth এর স্টান্ডার্ড হলো -----
A. IEEE 802.11
B. IEEE 802.12
C. IEEE 802.15
D. IEEE 802.16

19. Facebook চালু হয় -----
A. 4 February, 2004
B. 4 February, 2006
C. 14 February, 2004
D. 14 February, 2006

20. MICR technology কোথায় ব্যবহৃত হয় ---- A. চিকিতসায়
B. শিক্ষা-প্রতিষ্ঠানে
C. মহাকাশে
D. ব্যাংকে

২১) UNICEF সদরদপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক
খ. জেনেভা
গ. লন্ডন
ঘ. অটোয়া

২২) UNDP প্রতিষ্ঠা সাল কবে?
ক. ১৯৯৯
খ. ১৯৬৫
গ. ১৯৫৬
ঘ. ১৯৭৫

২৩) IMF এর সদস্য সংখ্যা কত?
ক. ১৯৩
খ. ১৯০
গ.১৮৯
ঘ. ১৯২

২৪) ICRC এর প্রতিষ্ঠা সাল?
ক. ১৮৩৬
খ. ১৯৬৩
গ. ১৯৪৬
ঘ. ১৮৬৩

২৫) WFP এর সদর দপ্তর?
ক. রোম ইতালি
খ. জেনেভা
গ. লন্ডন
ঘ. অটোয়া

২৬) এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব?
ক. বান কি মুন
খ. কফি আনান
গ.  উথান্ট (মায়ানমার)
ঘ. পেরেজ কুইল্ডহোম

২৭) ADB এর সদস্য সংখ্যা?
ক. ৭৬
খ.৬৭
গ. ৮৮
ঘ. কোনটিই নয়

২৮) OIC এর সদরদপ্তর?
ক. কায়রো , মিশর
খ. ম্যানিলা , ফিলিপাইন
গ. তেহরান , ইরান
ঘ. জেদ্দা, সৌদিআরব

২৯) GCC এর সদরদপ্তর?
ক. সারজা , সংযুক্ত আরব আমিরাত
খ. দোহা, কাতার 
গ. তেহরান , ইরান
ঘ. রিয়াদ,  সৌদিআরব

৩০) ICC এর সদরদপ্তর?
ক. দিল্লি, ভারত
খ.  সারজা , সংযুক্ত আরব আমিরাত
গ. দুবাই , সংযুক্ত আরব আমিরাত
ঘ.ওয়েলস ,যুক্তরাজ্য

৩১) আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে?
ক. ৮ ডিসেম্বর
খ. ১০ ডিসেম্বর
গ. ১ ডিসেম্বর
ঘ.  ১৮ ডিসেম্বর

৩২) BENELUX এর দেশগুলোর ব্যবহারকৃত মুদ্রার নাম?
ক. লিরা
খ. পাউন্ড
গ. ইউরো
ঘ. সোম

৩৩) "The Art of The Deal" এর লেখক কে?
ক. বারাক ওবামা
খ. ডোনাল্ড জন ট্রাম্প
গ. ভ্লাদিমির পুতিন
ঘ. রামনাথ কোবিন্দ

৩৪) আন্টোনিও গুতেরেস UNHCR এর হাই কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন?
ক. ২০০৫-২০১৫
খ. ২০০৩-২০১৩
গ. ২০০৬-২০১৬
ঘ. কোনটিই নয়

৩৫) রোহিঙ্গাদের গনহত্যা তদন্ত করার জন্য কফি আনানকে প্রধান করে কত সদস্যের কমিশন গঠন করা হয়?
ক. ৫সদস্যের কমিটি
খ. ৭সদস্যের কমিটি
গ. ৯ সদস্যের কমিটি
ঘ.১১ সদস্যের কমিটি

৩৬) সম্প্রতি চীন ও ভারত দ্বন্দ্বে জড়িয়ে যায় কোন সীমান্তকে কেন্দ্র করে?
ক. লাদাখ
খ. ডোকলাম সীমান্ত
গ. অরুনাচল
ঘ. কোনটিই নয়

৩৭) মিসরের প্রাচীন নাম কী ছিলো?
ক. কালো মাটির দেশ (কমেট)
খ. মেষ পালনের দেশ
গ. জাফরানের দেশ
ঘ. পবিত্র ভূমির দেশ

৩৮) নাইন ড্যাস লাইন কোথায় অবস্থিত?
ক. ভূ-মধ্যসাগরে
খ. কৃষ্ণসাগরে
গ. পারস্য সাগরে
ঘ. দক্ষিন চীন সাগরে

৩৯) জাতিসংঘে যুক্তরাস্ট্রের রাষ্ট্রদূত কে?
ক. নিকি হ্যালি
খ. রেক্স টিলার সন
গ. হিলারি ক্লিনটন
ঘ. কোনটিই নয়

৪০) FOAB যে দেশের তৈরি?
ক. চীন
খ. দক্ষিণ কোরিয়া
গ. উত্তর কোরিয়া
ঘ. রাশিয়া

৪১। কোন সময় হতে  শব্দটির ব্যবহার শুরু  হয় ?
ক. ১৯৯০ সালের শেষের দিকে
খ. ১৯৯০ সালের প্রথমের দিকে
গ. ১৯৯১
ঘ. ১৯৯৩

৪২। বিশ্বব্যাপী শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করতে সর্বাগ্রে প্রয়োজন কোনটি ?
ক. মূল্যবোধ শিক্ষা
খ. নৈতিকতার শিক্ষা
গ. ধর্মীয় শিক্ষা
ঘ. রাষ্ট্রশাসন সংক্রান্ত শিক্ষা

৪৩। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে ?
ক. জাতিসংঘ
খ. ইউএনডিপি
গ. বিশ্বব্যাংক
ঘ. আইএমএফ

৪৪। নৈতিকতা ও মূল্যবোধের যথার্থ বিকাশ ঘটায় কোনটি ?
ক. সুশাসন
খ. স্বাধীনতা
গ. সাম্য
ঘ. সুশীল সমাজ

৪৫। বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপ দিতে কোনটি প্রয়োজন ?
ক. দেশপ্রেম
খ. ন্যায়নীতি
গ. সহমর্মিতা
ঘ. সহনশীলতা

৪৬। সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে --------
ক. সুসম্পর্ক গড়ে তোলে
খ. আস্থার সম্পর্ক  গড়ে তোলে
গ. শান্তির সম্পর্ক গড়ে তোলে
ঘ. কোনটিই নয়

৪৭ । মানুষের আচরণের সামাজিক মাপকাঠি বলে
ক. মূল্যবোধ
খ. নৈতিকতা
গ. সংস্কৃতি
ঘ.ঔচিত্যবোধ

৪৮। জাতীয় উন্নয়নের মূলধন বলা হয় কোনটিকে ?
ক. সামাজিক মূল্যবোধ
খ. গণতান্ত্রিক মূল্যবোধ
গ. ব্যক্তিগত মূল্যবোধ
ঘ. রাজনৈতিক মূল্যবোধ

৪৯ । UNHCR -এর মতে সুশাসনের উপাদান কয়টি ?
ক. ৪টি
খ. ৫টি
গ. ১০টি
ঘ. ৮টি

৫০ । রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কাকে ?
ক. সরকার
খ. সার্বভৌমত্ব
গ. গণমাধ্যম
ঘ. জনগণ

৫১.কোনটি শুদ্ধ বানান?
ক.সুমিচিন
খ.সমিচীন
গ.সমীচীন
ঘ.সমীচিন

৫২.নিচের কোন বানানটি শুদ্ধ?
ক.শ্রাদ্ধঞ্জলি খ.শ্রদ্ধাঞ্জলি
গ.শ্রদ্ধাঞ্জলী ঘ.শ্রদ্ধেয়াঞ্জলী

৫৩.কোনটি শুদ্ধ বানান?
a) Acheivement
b) Acheivment
c) Achievement
d) Achevement

৫৪.Select a word having correct spelling.
a) Challenge
b) Challange
c) Chalenge
d) Challnge

৫৫.No spelling erro occurs in –
a) Decieve
b) Decive
c) Deceeve
d) Deceive

৫৬.If 1394 = ACID then 4516 =?
a.DEAD
b.DEAL
c.DEAN
d.DEAF

৫৭. THERMOLYSIS শব্দটির অক্ষর রাশি দ্বারা নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না?
a. SISTER
b. LOTUS
c. LORIS
d. LOITER

৫৮.নিচের শূন্যস্থানে কোনটি বসবে লিখুন।
AZ,CX,EV,---
a.UB
b.GT
c.SP
d.EV

৫৯.পরবর্তী অক্ষর কি হবে? অ, ই, উ, ঋ, -
ক. এ
খ. ঐ
গ. ও
ঘ. ঔ

৬০. তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক.উত্তাপ
খ.শৈত্য
গ.শীতল
ঘ.হিম

61. correct antonyms of “Integrity”
a. Extravagance
b. Incompleteness
c. Subordinate
d. Insufficiency

62.The opposite of seldom:
a. never
b. frequent
c. invariably
d.always

63. What’s the synonyms of “Resuscitate”
a. Regain
b. Remark.
c. Rejoin  
d. Revive.

৬৪.আকাশের সমার্থক শব্দ নয়-
ক.গগণ
খ.অন্তরীক্ষ
গ.অম্বর
ঘ.ভুবন

৬৫.অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ :
ক.প্রাচীন
খ.তরুণ
গ.অচেনা
ঘ.নবীন

66. If ADD stands for 122. KISS for 3455 and CLASS is 67155 then what about SAD?
a.512
b.522
c.612
d.622

67. আমাশয়- এর ইংরেজি হচ্ছে -
a) Dysentry
b) Dysentery
c) Desentery
d) Deasentry

68.কোন বানানটি শুদ্ধ?
ক.ব্যাতিত
খ.ব্যাতীত
গ.ব্যতীত
ঘ.বেতিত

69. আপনার প্রতিবেশী দুটি ছেলেকে আপনি একটি দোকানে চুরি করতে দেখলেন। আপনি তখন কি করবেন?
ক. কিছু না কের নিজের কাজে ব্যস্ত থাকবেন
খ. পুলিশ ডেকে ঘটনাটি বলবেন
গ. দোকান থেকে চলে যাবেন এবং ঘটনাটি ভুলে যাবেন
ঘ. ছেলেদেরকে চুরি করা মাল ফেরত দিতে বলবেন
ঙ. সততার উপরে ছেলেদেরকে উচ্চৈঃস্বরে বক্তৃতা দেবেন যাতে অন্যেরাও শোনে

70.পৃথিবী : সূর্য :: চাঁদ :?
ক.আকাশ
খ.পৃথিবী
গ.গ্রহ
ঘ.নক্ষত্র

No comments:

Post a Comment