eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 13, 2017

ঢাকার বানান ‘DACCA’ থেকে ‘DHAKA’

ঢাকার বানান ‘DACCA’ থেকে ‘DHAKA’
► ঢাকার ইংরেজী বানান ‘DACCA’ থেকে ‘DHAKA’ করা হয় ১৯৮২ সালে।

► উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় ১৮৫৩ সালে।

► ১৮১২ সালে ৮.৬ মাত্রার একটি ভূমিকম্পের প্রভাবে মিসিসিপি নদী কয়েক ঘন্টার জন্য উল্টো দিকে প্রবাহিত
হয়।

► বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল সিলেটের লালখান।

► বাংলাদেশের সর্বোনিম্ন বৃষ্টিপাত অঞ্চল লালপুর।

► ‘ADB’ এর পুর্ণরূপ কি? Asian Development Bank. ‘ADB’ প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬। ‘ADB’ এর সদরদপ্তর ফিলিপাইনে।

► ‘INTERPOL’ এর পূর্ণরূপ International Criminal Police Organization. এটি ৭ সেপ্টেম্বর ১৯২৩ সালে গঠিত হয়্। তখন এর সদস্য ছিল ৫০টি দেশ্, বর্তমান সদস্য ১৯০টি। ‘INTERPOL’ এর সদরদপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসের লিও শহরে। বাংলাদেশ ‘INTERPOL’ এর সদস্য পদ লাভ করে ১৯৭৬ সালে।

► প্রতি বছর ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০, ১২/১২ তারিখগুলো সপ্তাহের একই দিনে হয়। ২০১৭ সালে এ দিনগুলো হলো মঙ্গলবার।

No comments:

Post a Comment