eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Friday, September 22, 2017

বাংলা ব্যাকরণ

১। কুলা , গঞ্জ, চোঙা , টোপর , ডাব , ডাগর , ডিঙা , ঢেঁকি ইত্যাদি কোন ধরনের শব্দ ?
= দেশি
২। কোন রীতি পরিবর্তনশীল ?
= চলিত
৩। লুঙ্গি, ফুঙি কোন ধরনের শব্দ ?
= বার্মিজ
৪। ভাষার মৌলিক অংশ কয়টি?
= ৪টি
৫। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত ?
= ২৫
৬ । ঁ, ং, ঃ এগুলো কোন ধরনের বর্ণ?
= পরাশ্রয়ী
৭। ‘ল’ কোন ধরনের বর্ণ?
= পার্শ্বিক
৮ । ‘র’ কোন ধরনের বর্ণ?
= কম্পনজাত
৯ । ড়, ঢ় কোন ধরনের বর্ণ?
= তাড়নজাত
১০ । লাল > নাল কিসের উদাহরণ?
= বিষমীভবন
১১ ‘ # প্রৌড়_অন্যান্য
_কুলটা_গবাক্ষ_মার্তণ্ড_শুদ্ধোধন কিসের উদাহরণ ?
= নিপাতনে সিদ্ধ সন্ধির
১২। উত্থান, উত্থাপন , সংস্কৃত , সংস্কার , পরিষ্কার কিসের উদাহরণ ?
= বিশেষ নিয়মে সাধিত সন্ধির
১৩। কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ
আ + চর্য = আশ্চর্য
গো + পদ = গোষ্পদ
বন + পতি = বনস্পতি
বৃহৎ+ পতি = বৃহস্পতি
তৎ+কর = তস্কর
পর +পর = পরস্পর
মনস + ঈষা = মনীষা
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
১৪। কিছু বিসর্গ সন্ধির উদাহরণ
বাচঃ+ পতি = বাচস্পতি
ভাঃ+কর = ভাস্কর
অহঃ + নিশা = অহর্নিশ
অহঃ + অহ= অহরহ
১৪। কিছু বিসর্গ সন্ধির বিসর্গ লোপ পায় না
প্রাতঃ + কাল = প্রাতঃকাল
মনঃকষ্ট = মনঃকষ্ট
শিরঃ+পীড়া = শিরঃপীড়া
১৫। সতীন , এয়ো, দাই কিসের উদাহরণ ?
= নিত্য স্ত্রী বাচক শব্দের
১৬। রাষ্ট্রপতি , কবিরাজ, ঢাকী কিসের উদাহরণ ?
= নিত্য পুরষবাচক শব্দের
১৭। দুটো করে স্ত্রী বাচক শব্দ রয়েছে ?
= দেবর, ভাই, শিক্ষক, বন্ধু
১৮ । সংখ্যাবাচক শব্দ কত প্রকার ?
= ৪ প্রকার
১৯ ।’চিকচিক করে বালি কোথা নাহি কাদা’ - বাক্যে ‘চিকচিক’ কী রুপে ব্যবহৃত হয়েচে?
= ক্রিয়া বিশেষণ
২০ । পাল ও যুথ কিসের বহু বচনে ব্যবহৃত হয় ?
= জন্তুর
২১। মুখচন্দ্র , পুরুষসিংহ কোন সমাস ?
= উপমিত
২২। ক্রোধানল , বিষাদসিন্ধু , মনমাঝি কোন সমাস ?
= রুপক
২৩। তেলে ভাজা , কলে ছাটা, ঘিয়ে ভাষা , গায়ে পড়া কোন ধরনের সমাস ?
= অলুক তৎপুরুষ
২৪।দুধে-ভাতে , জলে-স্থলে , দেশে-বিদেশে, হাতে-কলমে কোন ধরনের সমাস ?
= অলুক দ্বন্দ্ব
২৫। সিংহাসন , সাহিত্যসভা, স্মৃতিসৌধ কোন ধরনের সমাস ?
= মধ্যপদলোপী কর্মধারয়
২৬। মহানবী , মহাকীর্তি, জজ সাহেব , মহারাজ কোন ধরনের সমাস ?
= কর্মধারয়
২৭ । ঘোড়ার ডিম , মাটির মানুষ , মামার বাড়ি কোন ধরনের সমাস ?
= ষষ্ঠী তৎপুরুষ
২৮ ।প্রবচন, প্রভাত, পরিভ্রমণ , অনুতাপ, প্রগতি , প্রকৃষ্ট কোন ধরনের সমাস ?
= প্রাদি সমাস
২৯ । গ্রামান্তর , দেশান্তর , গৃহান্তর, দর্শনমাত্র , কালসাপ , আমরা , বিরানব্বই কোন ধরনের সমাস ?
= নিত্য সমাস
৩০ । জলদ, জলচর , পঙ্কজ, পকেটমার , সত্যবাদী ইত্যাদি কোন ধরনের সমাস ?
= উপপদ তৎপুরুষ
৩১। দ্বীপ, অন্তরীপ , নরপশু, জীবন্মৃত , পণ্ডিতমূর্খ কোন ধরনের সমাস ?
= নিপাতনে সিদ্ধ বহুব্রিহি
৩২। বাংলা ও তৎসম উভয় উপসর্গ কোনগুলো ?
= আ , সু , নি, বি
৩৩। বাংলা উপসর্গ কয়টি?
= ২১টি
৩৪। কাট, কাঁদ , জান, নাচ কোন ধরনের ধাতু ?
= বাংলা
৩৫ । কৃ, ধৃ, গম, গঠ , স্থ কোন ধরনের ধাতু ?
= সংস্কৃত
৩৬ । নাক, লাল , তিন কোন ধরনের শব্দ ?
= মৌলিক
৩৭। গায়ক, নায়ক, দৌহিত্র, বাবুয়ানা, চিকামারা, কর্তব্য , মধুর কোন ধরনের শব্দ?
= যৌগিক
৩৮ । হস্তী , বাঁশি, প্রবীণ , গবেষণা, সন্দেশ , তৈল কোন ধরনের শব্দ ?
= রুঢ়ি
৩৯ । রাজপুত্র, জলধি, পঙ্কজ, মহাযাত্রা কোন ধরনের শব্দ ?
= যোগরুঢ়
৪০ । পদ প্রধানত কত প্রকার ?
= ২
৪১। ধিক তারে , শত ধিক নির্লজ্জ যে জন - বাক্যেটিতে কিসের প্রয়োগ ঘটেছে ?
= অব্যয়ের বিশেষণ
৪৪। সামান্য একটু দুধ দাও - বাক্যেটিতে কিসের প্রয়োগ ঘটেছে ?
=বিশেষণীয় বিশেষণ
৪৫। ‘‘ এ মাটি সোনার বাড়া’ - কিসের উদাহরণ ?
= বিশেষণের অতিশায়ন
৪৪ । সে, তারা, তাদের , কোন পুরুষ ?
= নাম পুরুষ
৪৫। আর , আবার , ও , হ্যাঁ , না ইত্যাদি কোন ধরনের অব্যয়?
= বাংলা
৪৬। কিছু অনন্বয়ী অব্যয়ের উদাহরণ
ক. মরি মরি! কী সুন্দর প্রভাতের রুপ ( উচ্ছ্বাস)
খ. ছি ছি! তুমি এত নীচ (ঘৃণা)
গ. কী আপদ! লোকটা যে পিছু ছাড়েনা । (বিরক্তি)
ঘ. পাছে লোকে কিছু বলে (সম্ভাবনা)
৪৭ । এমন সুখের মরণ কে মরতে পারে - বাক্যটিতে কোন ক্রিয়াপদ বিদ্যমান ?
= সমধাতুজ ক্রিয়া
৪৮ ।চুপ কর , তুমি কাল যেও - কিসের উদাহরণ ?
= অনুজ্ঞা
৪৯ । আমার হৃদয় -মন্দিরে আমার বীজ উপ্ত হলো’- বাক্যটিতে কী ধরনের ভুল রয়েছে?
= উপমার
৫০ । করী , কুঞ্জর, গজ , মাতঙ্গ , হস্তী কিসের সমার্থক শব্দ ?
= হাতি
৫১। ভানু , ভাস্কর, আদিত্য, তপন সবিতা কিসের সমার্থক শব্দ ?
= সূর্য
৫২। হুতাশন, হুতভুক , সর্বগ্রাসী, পাবক , বহ্নি কিসের সমার্থক শব্দ ?
= আগুন
৫৩। সম্বধন পদ, তারিখ লিখতে , বাড়ির ঠিকানা লিখতে কোন যতি চিহ্ন বসে ?
= কমা
৫৪ । কোন যতি চিহ্নে এক বলার দ্বিগুন সময় থামতে হয় ?
= সেমিকোলন

No comments:

Post a Comment