১। কুলা , গঞ্জ, চোঙা , টোপর , ডাব , ডাগর , ডিঙা , ঢেঁকি ইত্যাদি কোন ধরনের শব্দ ?
= দেশি
২। কোন রীতি পরিবর্তনশীল ?
= চলিত
৩। লুঙ্গি, ফুঙি কোন ধরনের শব্দ ?
= বার্মিজ
৪। ভাষার মৌলিক অংশ কয়টি?
= ৪টি
৫। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত ?
= ২৫
৬ । ঁ, ং, ঃ এগুলো কোন ধরনের বর্ণ?
= পরাশ্রয়ী
৭। ‘ল’ কোন ধরনের বর্ণ?
= পার্শ্বিক
৮ । ‘র’ কোন ধরনের বর্ণ?
= কম্পনজাত
৯ । ড়, ঢ় কোন ধরনের বর্ণ?
= তাড়নজাত
১০ । লাল > নাল কিসের উদাহরণ?
= বিষমীভবন
১১ ‘ # প্রৌড়_অন্যান্য
_কুলটা_গবাক্ষ_মার্তণ্ড_শুদ্ধোধন কিসের উদাহরণ ?
= নিপাতনে সিদ্ধ সন্ধির
১২। উত্থান, উত্থাপন , সংস্কৃত , সংস্কার , পরিষ্কার কিসের উদাহরণ ?
= বিশেষ নিয়মে সাধিত সন্ধির
১৩। কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ
আ + চর্য = আশ্চর্য
গো + পদ = গোষ্পদ
বন + পতি = বনস্পতি
বৃহৎ+ পতি = বৃহস্পতি
তৎ+কর = তস্কর
পর +পর = পরস্পর
মনস + ঈষা = মনীষা
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
১৪। কিছু বিসর্গ সন্ধির উদাহরণ
বাচঃ+ পতি = বাচস্পতি
ভাঃ+কর = ভাস্কর
অহঃ + নিশা = অহর্নিশ
অহঃ + অহ= অহরহ
১৪। কিছু বিসর্গ সন্ধির বিসর্গ লোপ পায় না
প্রাতঃ + কাল = প্রাতঃকাল
মনঃকষ্ট = মনঃকষ্ট
শিরঃ+পীড়া = শিরঃপীড়া
১৫। সতীন , এয়ো, দাই কিসের উদাহরণ ?
= নিত্য স্ত্রী বাচক শব্দের
১৬। রাষ্ট্রপতি , কবিরাজ, ঢাকী কিসের উদাহরণ ?
= নিত্য পুরষবাচক শব্দের
১৭। দুটো করে স্ত্রী বাচক শব্দ রয়েছে ?
= দেবর, ভাই, শিক্ষক, বন্ধু
১৮ । সংখ্যাবাচক শব্দ কত প্রকার ?
= ৪ প্রকার
১৯ ।’চিকচিক করে বালি কোথা নাহি কাদা’ - বাক্যে ‘চিকচিক’ কী রুপে ব্যবহৃত হয়েচে?
= ক্রিয়া বিশেষণ
২০ । পাল ও যুথ কিসের বহু বচনে ব্যবহৃত হয় ?
= জন্তুর
২১। মুখচন্দ্র , পুরুষসিংহ কোন সমাস ?
= উপমিত
২২। ক্রোধানল , বিষাদসিন্ধু , মনমাঝি কোন সমাস ?
= রুপক
২৩। তেলে ভাজা , কলে ছাটা, ঘিয়ে ভাষা , গায়ে পড়া কোন ধরনের সমাস ?
= অলুক তৎপুরুষ
২৪।দুধে-ভাতে , জলে-স্থলে , দেশে-বিদেশে, হাতে-কলমে কোন ধরনের সমাস ?
= অলুক দ্বন্দ্ব
২৫। সিংহাসন , সাহিত্যসভা, স্মৃতিসৌধ কোন ধরনের সমাস ?
= মধ্যপদলোপী কর্মধারয়
২৬। মহানবী , মহাকীর্তি, জজ সাহেব , মহারাজ কোন ধরনের সমাস ?
= কর্মধারয়
২৭ । ঘোড়ার ডিম , মাটির মানুষ , মামার বাড়ি কোন ধরনের সমাস ?
= ষষ্ঠী তৎপুরুষ
২৮ ।প্রবচন, প্রভাত, পরিভ্রমণ , অনুতাপ, প্রগতি , প্রকৃষ্ট কোন ধরনের সমাস ?
= প্রাদি সমাস
২৯ । গ্রামান্তর , দেশান্তর , গৃহান্তর, দর্শনমাত্র , কালসাপ , আমরা , বিরানব্বই কোন ধরনের সমাস ?
= নিত্য সমাস
৩০ । জলদ, জলচর , পঙ্কজ, পকেটমার , সত্যবাদী ইত্যাদি কোন ধরনের সমাস ?
= উপপদ তৎপুরুষ
৩১। দ্বীপ, অন্তরীপ , নরপশু, জীবন্মৃত , পণ্ডিতমূর্খ কোন ধরনের সমাস ?
= নিপাতনে সিদ্ধ বহুব্রিহি
৩২। বাংলা ও তৎসম উভয় উপসর্গ কোনগুলো ?
= আ , সু , নি, বি
৩৩। বাংলা উপসর্গ কয়টি?
= ২১টি
৩৪। কাট, কাঁদ , জান, নাচ কোন ধরনের ধাতু ?
= বাংলা
৩৫ । কৃ, ধৃ, গম, গঠ , স্থ কোন ধরনের ধাতু ?
= সংস্কৃত
৩৬ । নাক, লাল , তিন কোন ধরনের শব্দ ?
= মৌলিক
৩৭। গায়ক, নায়ক, দৌহিত্র, বাবুয়ানা, চিকামারা, কর্তব্য , মধুর কোন ধরনের শব্দ?
= যৌগিক
৩৮ । হস্তী , বাঁশি, প্রবীণ , গবেষণা, সন্দেশ , তৈল কোন ধরনের শব্দ ?
= রুঢ়ি
৩৯ । রাজপুত্র, জলধি, পঙ্কজ, মহাযাত্রা কোন ধরনের শব্দ ?
= যোগরুঢ়
৪০ । পদ প্রধানত কত প্রকার ?
= ২
৪১। ধিক তারে , শত ধিক নির্লজ্জ যে জন - বাক্যেটিতে কিসের প্রয়োগ ঘটেছে ?
= অব্যয়ের বিশেষণ
৪৪। সামান্য একটু দুধ দাও - বাক্যেটিতে কিসের প্রয়োগ ঘটেছে ?
=বিশেষণীয় বিশেষণ
৪৫। ‘‘ এ মাটি সোনার বাড়া’ - কিসের উদাহরণ ?
= বিশেষণের অতিশায়ন
৪৪ । সে, তারা, তাদের , কোন পুরুষ ?
= নাম পুরুষ
৪৫। আর , আবার , ও , হ্যাঁ , না ইত্যাদি কোন ধরনের অব্যয়?
= বাংলা
৪৬। কিছু অনন্বয়ী অব্যয়ের উদাহরণ
ক. মরি মরি! কী সুন্দর প্রভাতের রুপ ( উচ্ছ্বাস)
খ. ছি ছি! তুমি এত নীচ (ঘৃণা)
গ. কী আপদ! লোকটা যে পিছু ছাড়েনা । (বিরক্তি)
ঘ. পাছে লোকে কিছু বলে (সম্ভাবনা)
৪৭ । এমন সুখের মরণ কে মরতে পারে - বাক্যটিতে কোন ক্রিয়াপদ বিদ্যমান ?
= সমধাতুজ ক্রিয়া
৪৮ ।চুপ কর , তুমি কাল যেও - কিসের উদাহরণ ?
= অনুজ্ঞা
৪৯ । আমার হৃদয় -মন্দিরে আমার বীজ উপ্ত হলো’- বাক্যটিতে কী ধরনের ভুল রয়েছে?
= উপমার
৫০ । করী , কুঞ্জর, গজ , মাতঙ্গ , হস্তী কিসের সমার্থক শব্দ ?
= হাতি
৫১। ভানু , ভাস্কর, আদিত্য, তপন সবিতা কিসের সমার্থক শব্দ ?
= সূর্য
৫২। হুতাশন, হুতভুক , সর্বগ্রাসী, পাবক , বহ্নি কিসের সমার্থক শব্দ ?
= আগুন
৫৩। সম্বধন পদ, তারিখ লিখতে , বাড়ির ঠিকানা লিখতে কোন যতি চিহ্ন বসে ?
= কমা
৫৪ । কোন যতি চিহ্নে এক বলার দ্বিগুন সময় থামতে হয় ?
= সেমিকোলন
= দেশি
২। কোন রীতি পরিবর্তনশীল ?
= চলিত
৩। লুঙ্গি, ফুঙি কোন ধরনের শব্দ ?
= বার্মিজ
৪। ভাষার মৌলিক অংশ কয়টি?
= ৪টি
৫। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত ?
= ২৫
৬ । ঁ, ং, ঃ এগুলো কোন ধরনের বর্ণ?
= পরাশ্রয়ী
৭। ‘ল’ কোন ধরনের বর্ণ?
= পার্শ্বিক
৮ । ‘র’ কোন ধরনের বর্ণ?
= কম্পনজাত
৯ । ড়, ঢ় কোন ধরনের বর্ণ?
= তাড়নজাত
১০ । লাল > নাল কিসের উদাহরণ?
= বিষমীভবন
১১ ‘ # প্রৌড়_অন্যান্য
_কুলটা_গবাক্ষ_মার্তণ্ড_শুদ্ধোধন কিসের উদাহরণ ?
= নিপাতনে সিদ্ধ সন্ধির
১২। উত্থান, উত্থাপন , সংস্কৃত , সংস্কার , পরিষ্কার কিসের উদাহরণ ?
= বিশেষ নিয়মে সাধিত সন্ধির
১৩। কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ
আ + চর্য = আশ্চর্য
গো + পদ = গোষ্পদ
বন + পতি = বনস্পতি
বৃহৎ+ পতি = বৃহস্পতি
তৎ+কর = তস্কর
পর +পর = পরস্পর
মনস + ঈষা = মনীষা
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
১৪। কিছু বিসর্গ সন্ধির উদাহরণ
বাচঃ+ পতি = বাচস্পতি
ভাঃ+কর = ভাস্কর
অহঃ + নিশা = অহর্নিশ
অহঃ + অহ= অহরহ
১৪। কিছু বিসর্গ সন্ধির বিসর্গ লোপ পায় না
প্রাতঃ + কাল = প্রাতঃকাল
মনঃকষ্ট = মনঃকষ্ট
শিরঃ+পীড়া = শিরঃপীড়া
১৫। সতীন , এয়ো, দাই কিসের উদাহরণ ?
= নিত্য স্ত্রী বাচক শব্দের
১৬। রাষ্ট্রপতি , কবিরাজ, ঢাকী কিসের উদাহরণ ?
= নিত্য পুরষবাচক শব্দের
১৭। দুটো করে স্ত্রী বাচক শব্দ রয়েছে ?
= দেবর, ভাই, শিক্ষক, বন্ধু
১৮ । সংখ্যাবাচক শব্দ কত প্রকার ?
= ৪ প্রকার
১৯ ।’চিকচিক করে বালি কোথা নাহি কাদা’ - বাক্যে ‘চিকচিক’ কী রুপে ব্যবহৃত হয়েচে?
= ক্রিয়া বিশেষণ
২০ । পাল ও যুথ কিসের বহু বচনে ব্যবহৃত হয় ?
= জন্তুর
২১। মুখচন্দ্র , পুরুষসিংহ কোন সমাস ?
= উপমিত
২২। ক্রোধানল , বিষাদসিন্ধু , মনমাঝি কোন সমাস ?
= রুপক
২৩। তেলে ভাজা , কলে ছাটা, ঘিয়ে ভাষা , গায়ে পড়া কোন ধরনের সমাস ?
= অলুক তৎপুরুষ
২৪।দুধে-ভাতে , জলে-স্থলে , দেশে-বিদেশে, হাতে-কলমে কোন ধরনের সমাস ?
= অলুক দ্বন্দ্ব
২৫। সিংহাসন , সাহিত্যসভা, স্মৃতিসৌধ কোন ধরনের সমাস ?
= মধ্যপদলোপী কর্মধারয়
২৬। মহানবী , মহাকীর্তি, জজ সাহেব , মহারাজ কোন ধরনের সমাস ?
= কর্মধারয়
২৭ । ঘোড়ার ডিম , মাটির মানুষ , মামার বাড়ি কোন ধরনের সমাস ?
= ষষ্ঠী তৎপুরুষ
২৮ ।প্রবচন, প্রভাত, পরিভ্রমণ , অনুতাপ, প্রগতি , প্রকৃষ্ট কোন ধরনের সমাস ?
= প্রাদি সমাস
২৯ । গ্রামান্তর , দেশান্তর , গৃহান্তর, দর্শনমাত্র , কালসাপ , আমরা , বিরানব্বই কোন ধরনের সমাস ?
= নিত্য সমাস
৩০ । জলদ, জলচর , পঙ্কজ, পকেটমার , সত্যবাদী ইত্যাদি কোন ধরনের সমাস ?
= উপপদ তৎপুরুষ
৩১। দ্বীপ, অন্তরীপ , নরপশু, জীবন্মৃত , পণ্ডিতমূর্খ কোন ধরনের সমাস ?
= নিপাতনে সিদ্ধ বহুব্রিহি
৩২। বাংলা ও তৎসম উভয় উপসর্গ কোনগুলো ?
= আ , সু , নি, বি
৩৩। বাংলা উপসর্গ কয়টি?
= ২১টি
৩৪। কাট, কাঁদ , জান, নাচ কোন ধরনের ধাতু ?
= বাংলা
৩৫ । কৃ, ধৃ, গম, গঠ , স্থ কোন ধরনের ধাতু ?
= সংস্কৃত
৩৬ । নাক, লাল , তিন কোন ধরনের শব্দ ?
= মৌলিক
৩৭। গায়ক, নায়ক, দৌহিত্র, বাবুয়ানা, চিকামারা, কর্তব্য , মধুর কোন ধরনের শব্দ?
= যৌগিক
৩৮ । হস্তী , বাঁশি, প্রবীণ , গবেষণা, সন্দেশ , তৈল কোন ধরনের শব্দ ?
= রুঢ়ি
৩৯ । রাজপুত্র, জলধি, পঙ্কজ, মহাযাত্রা কোন ধরনের শব্দ ?
= যোগরুঢ়
৪০ । পদ প্রধানত কত প্রকার ?
= ২
৪১। ধিক তারে , শত ধিক নির্লজ্জ যে জন - বাক্যেটিতে কিসের প্রয়োগ ঘটেছে ?
= অব্যয়ের বিশেষণ
৪৪। সামান্য একটু দুধ দাও - বাক্যেটিতে কিসের প্রয়োগ ঘটেছে ?
=বিশেষণীয় বিশেষণ
৪৫। ‘‘ এ মাটি সোনার বাড়া’ - কিসের উদাহরণ ?
= বিশেষণের অতিশায়ন
৪৪ । সে, তারা, তাদের , কোন পুরুষ ?
= নাম পুরুষ
৪৫। আর , আবার , ও , হ্যাঁ , না ইত্যাদি কোন ধরনের অব্যয়?
= বাংলা
৪৬। কিছু অনন্বয়ী অব্যয়ের উদাহরণ
ক. মরি মরি! কী সুন্দর প্রভাতের রুপ ( উচ্ছ্বাস)
খ. ছি ছি! তুমি এত নীচ (ঘৃণা)
গ. কী আপদ! লোকটা যে পিছু ছাড়েনা । (বিরক্তি)
ঘ. পাছে লোকে কিছু বলে (সম্ভাবনা)
৪৭ । এমন সুখের মরণ কে মরতে পারে - বাক্যটিতে কোন ক্রিয়াপদ বিদ্যমান ?
= সমধাতুজ ক্রিয়া
৪৮ ।চুপ কর , তুমি কাল যেও - কিসের উদাহরণ ?
= অনুজ্ঞা
৪৯ । আমার হৃদয় -মন্দিরে আমার বীজ উপ্ত হলো’- বাক্যটিতে কী ধরনের ভুল রয়েছে?
= উপমার
৫০ । করী , কুঞ্জর, গজ , মাতঙ্গ , হস্তী কিসের সমার্থক শব্দ ?
= হাতি
৫১। ভানু , ভাস্কর, আদিত্য, তপন সবিতা কিসের সমার্থক শব্দ ?
= সূর্য
৫২। হুতাশন, হুতভুক , সর্বগ্রাসী, পাবক , বহ্নি কিসের সমার্থক শব্দ ?
= আগুন
৫৩। সম্বধন পদ, তারিখ লিখতে , বাড়ির ঠিকানা লিখতে কোন যতি চিহ্ন বসে ?
= কমা
৫৪ । কোন যতি চিহ্নে এক বলার দ্বিগুন সময় থামতে হয় ?
= সেমিকোলন
No comments:
Post a Comment