eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, September 26, 2017

সাধারণ জ্ঞান:


☞ চিকনগুনিয়া → এক প্রকার ভাইরাস জ্বর
☞ চিকনগুনিয়া জ্বরের ভাইরাস একটি → আলফা / গোত্র টোগা ভাইরাস
☞ চিকনগুনিয়া জ্বরের ভাইরাস প্রথম ধরা পড়ে →
তানজানিয়ায় (১৯৫২ সালে)
☞ চিকনগুনিয়া শব্দের অর্থ → বাঁকা হয়ে যাওয়া
(মোজাম্বিক ভাষা)
☞ বাংলাদেশে চিকনগুনিয়া আসে → কলকাতা থেকে
☞ বাংলাদেশে প্রথম চিকনগুনিয়া সনাক্ত করা হয় →
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে (২০০৮ সালে)
☞ চিকনগুনিয়া ও ডেঙ্গু উভয় রোগের ভাইরাসের বাহক →
Adese Aegypti মশা
☞ এডিস মশা সাধারণত কামড়ায় → দিনের বেলা
☞ চিকনগুনিয়ার লক্ষণগুলা হলো →
১. ১০৪-১০৫ ডিগ্রি জ্বর
২. শরীরের গিটে গিটে ব্যথা
৩. সারা শরীরে র্যাশ
৪. দূর্বলতা ও বমি বমি ভাব
৫. মাংশপেশীতে ব্যাথা
৬. হাড়ের জোড়াগুলো ফুলে যাওয়া এবং
৭. ঘন ঘন পানি পিপাশা
☞ সম্প্রতি হাইকোর্ট চিকনগুনিয়া প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল জারি করে → ৯ জুলাই ২০১৭
® বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ইংরেজি শব্দ কোনটি?
→Ok
®'পোলিওগ্রাফ' কি?
→মিথ্যা ধরার যন্ত্র।
®বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে?
→বাংলার প্রকৃতি।
®দেশের প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে কোন ব্যাংক?
→ডাচ-বাংলা-ব্যাংক।
®বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কোনটি?
→জেলা পরিষদ।
®কোন দ্বীপটি মধ্যযুগীয় বন্দর হিসেবে ব্যবহৃত হতো?
→সন্দীপ।
®বিশ্ব অলিম্পিকে স্থান পাওয়া বাংলাদেশের একমাত্র
চিত্রকর্ম-
→মেডোনা ৪৩।
®'আমার ভাইয়ের রক্তে রাঙানো'- গানটির মূল
সুরকার কে?
→আব্দুল লতিফ।
®ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শ্বশুরবাড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
→নড়াইল।
®"আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি; বঙ্গবন্ধুর মাঝে আমি হিমালয় খুজে পেয়েছি"- উক্তিটি কার?
→ফিদেল ক্যাষ্ট্রো।

No comments:

Post a Comment