☞ চিকনগুনিয়া → এক প্রকার ভাইরাস জ্বর
☞ চিকনগুনিয়া জ্বরের ভাইরাস একটি → আলফা / গোত্র টোগা ভাইরাস
☞ চিকনগুনিয়া জ্বরের ভাইরাস প্রথম ধরা পড়ে →
তানজানিয়ায় (১৯৫২ সালে)
☞ চিকনগুনিয়া শব্দের অর্থ → বাঁকা হয়ে যাওয়া
(মোজাম্বিক ভাষা)
☞ বাংলাদেশে চিকনগুনিয়া আসে → কলকাতা থেকে
☞ বাংলাদেশে প্রথম চিকনগুনিয়া সনাক্ত করা হয় →
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে (২০০৮ সালে)
☞ চিকনগুনিয়া ও ডেঙ্গু উভয় রোগের ভাইরাসের বাহক →
Adese Aegypti মশা
☞ এডিস মশা সাধারণত কামড়ায় → দিনের বেলা
☞ চিকনগুনিয়ার লক্ষণগুলা হলো →
১. ১০৪-১০৫ ডিগ্রি জ্বর
২. শরীরের গিটে গিটে ব্যথা
৩. সারা শরীরে র্যাশ
৪. দূর্বলতা ও বমি বমি ভাব
৫. মাংশপেশীতে ব্যাথা
৬. হাড়ের জোড়াগুলো ফুলে যাওয়া এবং
৭. ঘন ঘন পানি পিপাশা
☞ সম্প্রতি হাইকোর্ট চিকনগুনিয়া প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল জারি করে → ৯ জুলাই ২০১৭
® বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ইংরেজি শব্দ কোনটি?
→Ok
®'পোলিওগ্রাফ' কি?
→মিথ্যা ধরার যন্ত্র।
®বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে?
→বাংলার প্রকৃতি।
®দেশের প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে কোন ব্যাংক?
→ডাচ-বাংলা-ব্যাংক।
®বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কোনটি?
→জেলা পরিষদ।
®কোন দ্বীপটি মধ্যযুগীয় বন্দর হিসেবে ব্যবহৃত হতো?
→সন্দীপ।
®বিশ্ব অলিম্পিকে স্থান পাওয়া বাংলাদেশের একমাত্র
চিত্রকর্ম-
→মেডোনা ৪৩।
®'আমার ভাইয়ের রক্তে রাঙানো'- গানটির মূল
সুরকার কে?
→আব্দুল লতিফ।
®ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শ্বশুরবাড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
→নড়াইল।
®"আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি; বঙ্গবন্ধুর মাঝে আমি হিমালয় খুজে পেয়েছি"- উক্তিটি কার?
→ফিদেল ক্যাষ্ট্রো।
☞ চিকনগুনিয়া জ্বরের ভাইরাস একটি → আলফা / গোত্র টোগা ভাইরাস
☞ চিকনগুনিয়া জ্বরের ভাইরাস প্রথম ধরা পড়ে →
তানজানিয়ায় (১৯৫২ সালে)
☞ চিকনগুনিয়া শব্দের অর্থ → বাঁকা হয়ে যাওয়া
(মোজাম্বিক ভাষা)
☞ বাংলাদেশে চিকনগুনিয়া আসে → কলকাতা থেকে
☞ বাংলাদেশে প্রথম চিকনগুনিয়া সনাক্ত করা হয় →
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে (২০০৮ সালে)
☞ চিকনগুনিয়া ও ডেঙ্গু উভয় রোগের ভাইরাসের বাহক →
Adese Aegypti মশা
☞ এডিস মশা সাধারণত কামড়ায় → দিনের বেলা
☞ চিকনগুনিয়ার লক্ষণগুলা হলো →
১. ১০৪-১০৫ ডিগ্রি জ্বর
২. শরীরের গিটে গিটে ব্যথা
৩. সারা শরীরে র্যাশ
৪. দূর্বলতা ও বমি বমি ভাব
৫. মাংশপেশীতে ব্যাথা
৬. হাড়ের জোড়াগুলো ফুলে যাওয়া এবং
৭. ঘন ঘন পানি পিপাশা
☞ সম্প্রতি হাইকোর্ট চিকনগুনিয়া প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল জারি করে → ৯ জুলাই ২০১৭
® বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ইংরেজি শব্দ কোনটি?
→Ok
®'পোলিওগ্রাফ' কি?
→মিথ্যা ধরার যন্ত্র।
®বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে?
→বাংলার প্রকৃতি।
®দেশের প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে কোন ব্যাংক?
→ডাচ-বাংলা-ব্যাংক।
®বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কোনটি?
→জেলা পরিষদ।
®কোন দ্বীপটি মধ্যযুগীয় বন্দর হিসেবে ব্যবহৃত হতো?
→সন্দীপ।
®বিশ্ব অলিম্পিকে স্থান পাওয়া বাংলাদেশের একমাত্র
চিত্রকর্ম-
→মেডোনা ৪৩।
®'আমার ভাইয়ের রক্তে রাঙানো'- গানটির মূল
সুরকার কে?
→আব্দুল লতিফ।
®ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শ্বশুরবাড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
→নড়াইল।
®"আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি; বঙ্গবন্ধুর মাঝে আমি হিমালয় খুজে পেয়েছি"- উক্তিটি কার?
→ফিদেল ক্যাষ্ট্রো।
No comments:
Post a Comment