● ষোড়শ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
= থিম্পু
= থিম্পু
● বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?= WTO
● আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
= ডিনামাইট।
= ডিনামাইট।
● হাজার হ্রদের দেশ কোনটি? = ফিনল্যান্ড।
● কোথায় সেনাবাহিনী নেই?= মালদ্বীপে।
যদি বলা হয় স্থায়ী সেনাবাহিনী নাই কোথায় তখন উত্তর হবে কোস্টারিকা।
যদি বলা হয় স্থায়ী সেনাবাহিনী নাই কোথায় তখন উত্তর হবে কোস্টারিকা।
● রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয়? = 1993 সালে।
● বিশ্ব মানবাধিকার দিবস কখন?= 10 ডিসেম্বর।
● ফিফা প্রতিষ্ঠিত হয় কবে?= 1904 সালে।
● কিরগিস্তানের রাজধানী কোথায়? = বিশকেক।
● বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়?= 5 জুন।
● কত বছর পরপর হ্যালির ধুমকেতু দেখা যায়?
= 76 বছর।
= 76 বছর।
● এসকাপের সদর দফতর কোথায়? = ব্যাংকক।
● আইএলওর সদর দফতর কোথায়? = জেনেভা।
● ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?
= বেলজিয়ামের ব্রাসেলস।
= বেলজিয়ামের ব্রাসেলস।
● জাতিসংঘের সদর দফতর কোথায় ?= নিউইয়র্ক।
● সার্কের সচিবালয় কোথায়? = কাঠমুন্ডু।
● খাদ্য ও কৃষি সংস্থার কার্যালয় কোথায় অবস্থিত? = রোমে।
● ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয়? = লন টেনিস।
● East London কোথায়? = দক্ষিণ আফ্রিকা।
● অন্ধদের জন্য লেখনরীতির উদ্ভাবন করেন কে?= জন ব্রেইল।
No comments:
Post a Comment