eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 13, 2017

ষোড়শ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?

● ষোড়শ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
= থিম্পু
● বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?= WTO
● আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
= ডিনামাইট।
● হাজার হ্রদের দেশ কোনটি? = ফিনল্যান্ড।
● কোথায় সেনাবাহিনী নেই?= মালদ্বীপে।
যদি বলা হয় স্থায়ী সেনাবাহিনী নাই কোথায় তখন উত্তর হবে কোস্টারিকা।
● রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয়? = 1993 সালে।
● বিশ্ব মানবাধিকার দিবস কখন?= 10 ডিসেম্বর।
● ফিফা প্রতিষ্ঠিত হয় কবে?= 1904 সালে।
● কিরগিস্তানের রাজধানী কোথায়? = বিশকেক।
● বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়?= 5 জুন।
● কত বছর পরপর হ্যালির ধুমকেতু দেখা যায়?
= 76 বছর।
● এসকাপের সদর দফতর কোথায়? = ব্যাংকক।
● আইএলওর সদর দফতর কোথায়? = জেনেভা।
● ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?
= বেলজিয়ামের ব্রাসেলস।
● জাতিসংঘের সদর দফতর কোথায় ?= নিউইয়র্ক।
● সার্কের সচিবালয় কোথায়? = কাঠমুন্ডু।
● খাদ্য ও কৃষি সংস্থার কার্যালয় কোথায় অবস্থিত? = রোমে।
● ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয়? = লন টেনিস।
● East London কোথায়? = দক্ষিণ আফ্রিকা।
● অন্ধদের জন্য লেখনরীতির উদ্ভাবন করেন কে?= জন ব্রেইল।

No comments:

Post a Comment