eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, September 30, 2017

বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম ও তার ব্যবহার

(বিঃদ্র:-  আপনারা এটা Share করুন বন্ধুজের মেনশন করে জানিয়ে দিন  
 ভাল লাগলে কমেন্টে T লেখতে পারেন।)


১। মিটার স্কেলদৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র।
২। ভার্নিয়ার স্কেলদৈর্ঘ্য পরিমাপক যন্ত্র (মিলিমিটারের ভগ্নাংশ)
৩। স্লাইড ক্যালিপার্সবস্তর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা, ফাঁপা নলের অন্ত:ব্যাস বহিব্যাস, গোলকের ব্যাস নির্ণয় করা যায়।
৩। স্প্রিং নিক্তিসরাসরি বস্তর ওজন নির্ণায়ক।
৪। তুলা যন্ত্রখুব অল্প পরিমাণ জিনিসের ভর সুক্ষ্মভাবে নির্ণয় করার যন্ত্র।
৫। জাইরোকম্পাসজাহাজের দিক নির্ণায়ক।
৬। অডিও মিটারশব্দের তীব্রতা নির্ণায়ক।
৭। অডিও ফোনকানে দিয়ে শোনার যন্ত্র।
৮। সিসমোগ্রাফভূকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্র।
৯। রিখটার স্কেলভূকম্পন তীব্রতা পরিমাপের একটি গাণিতিক স্কেলে। স্কেলে থেকে ১০ পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা ধরা হয়।১৯৩৫ সালে সি. এফ. রিখটার এটি আবিষ্কার করেন।
১০। রেইনগেজবৃষ্টি পরিমাপক যন্ত্র।
১১। সেক্স্রট্যান্টসূর্য অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র।
১২। ক্রোনোমিটারদ্রাঘিমা নির্ণয় / সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র।
১৩। অ্যাক্সিলারোমিটারত্বরণ পরিমাপক যন্ত্র।
১৪। স্প্রিডোমিটারদ্রুতি পরিমাপক যন্ত্র।
১৫। ভেলাটোমিটারবেগের পরিমাণ নিণায়ক।
১৬। অ্যানিমোমিটারবাতাসের গতিবেগ শক্তি পরিমাপক যন্ত্র।
১৭। ওডোমিটারমোটর গাড়ির গতি নির্ণায়ক।
১৮। ট্যাকোমিটারউড়োজাহাজের গতি নির্ণায়ক।
১৯। অলটিমিটারউচ্চতা নির্ণায়ক।
২০। ফ্যাদেমিটারসমুদ্রের গভীরতা নির্ণায়ক।
২১। ম্যানোমিটারগ্যাসের চাপ নির্ণায়ক।
২২। ব্যারোমিটারবায়ুমন্ডলের চাপ নির্ণায়ক।
২৩। এনোমোমিটারবায়ুর গতিবেগ মাপক যন্ত্র।
২৪। হাইগ্রোমিটারবায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্র।
২৫। হাইড্রোমিটারতরলের আপেক্ষিক গুরত্ব বা ঘনত্ব নির্ণায়ক।
২৬। ল্যাক্টোমিটারদুধের বিশুদ্ধতা নির্ণায়ক।
২৭। হাইড্রোফোনপানির তলায় শব্দ নিরুপণ যন্ত্র।
২৮। ক্যালরিমিটারতাপ পরিমাপক যন্ত্র।
২৯। থার্মোমিটারউষ্ণতা পরিমাপক যন্ত্র।
৩০। থার্মোস্ট্যাটফ্রিজ, ইস্ত্রি, ওভেন ইত্যাদিতে সি তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র।
৩১। পাইরোমিটারতারকাসমূহের (সূর্যের) উত্তাপ নির্ণায়ক।
৩১। টেনসিওমিটারতরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র।
৩২। অ্যামিটারবিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র।
৩৩। গ্যালভানোমিটারসুক্ষ্ম মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র।
৩৪। ওহম মিটারপরিবাহীর রোধ নির্ণায়ক।
৩৫। ভোল্ট মিটারবৈদ্যুতিক বিভব বা চাপ পরিমাপক যন্ত্র।
৩৬। ইলেক্ট্রফেরাসবৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের সরল যন্ত্র।
৩৭। ভ্যানডিগ্রাফবৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের আধুনিক যন্ত্র।
৩৮। তড়িৎবীক্ষন যন্ত্র/ইলেক্ট্রোস্কোপকোন বসতে আধানের অস্তিত্ব প্রকৃতি নির্ণায়ক।
৩৯। স্ফিগমোম্যানোমিটারমানবদেহের রক্তচাপ নির্ণায়ক।
৪০। স্টেথোস্কোপহৃৎপিন্ড ফুসফুসের শব্দ নিরুপক যন্ত্র

No comments:

Post a Comment