eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Friday, September 8, 2017

মুজিব বাহিনীর প্রধান কে ছিলেন?


১। মুজিব বাহিনীর প্রধান কে ছিলেন ?
= শেখ ফজলুল হক মনি
২। বাংলাদেশে প্রথম বারের মত যে নদীর তলদেশ দিয়ে
টানেল নির্মিত হবে-
=কর্ণফুলী
৩। বাংলাদেশ যে দেশের কাছে কৃষি জমি ইজারা
নিয়েছে?
=সেনেগাল
৪। 'গেরিলা ব্রাদার্স' কী?
= মুক্তিযুদ্ধের গেমস্ অ্যাপ
৫ । বাংলাদেশ থেকে সবচেয়ে ওষুধ রপ্তানি হয় কোন
দেশে?
=ব্রাজিল
৬। দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে কিসের উপর?
=শিক্ষা ব্যবস্থা
৭ । মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার
সীমান্ত রয়েছে ?
= ৩টি ( রাঙামাটি , বান্দরবান , কক্সবাজার
৮ । বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা
করা হয়েছে কিসের বিরুদ্ধে?
= সন্ত্রাস ও জঙ্গিবাদ
৯ । বাংলাদেশে কত সালের পরপর ই-কমার্সের প্রসার
হয়?
= ২০১১-১২
১০ । বাংলাদেশ সিটিবিটি অনুমোদনকারী কততম দেশ?
=২৮তম।
১১। কোন দুটি দেশ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক?
= ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।
১২। জাতিসংঘের ইউরোপীয় সদর দফতর কোথায় অবস্থিত?
= জেনেভায়।
১৩ । বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি ?
= ২টি । জামদানি ও ইলিশ
১৪। বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি?
= ৩টি (সর্বশেষ- পায়রা সমুদ্র বন্দর)।
১৫। বাংলাদেশের নদীবন্দর কয়টি?
= ৩০টি (সর্বশেষ- সুনামগঞ্জ নদী বন্দর)।
১৬ । বিশ্বব্যাংক সুশাসনের জন্য সূচক চিহ্নিত করেছে
কয়টি.?
=৬টি।
১৭ । ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত
হবে ?
= ইংল্যান্ডে
১৮ । নির্মাণাধীন পদ্মাসেতুর দুই প্রান্তে জেলা দুটি কি
কি?
= মুন্সিগঞ্জ- শরীয়তপুর।
১৯ । বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার
= বাংলা একাডেমি পুরস্কার
২০। গ্রীন হাউজ গ্যাস নি:সরনে শীর্ষ দেশ কোনটি?
=চীন
২১. মাথাপিছু গ্রীন হাউজ গ্যাস নি:সরনে হিসেবে কোন
দেশ?
= কাতার
২২. CFC নিঃসরনে শীর্ষ দেশ কোনটি?
= ‍যুক্তরাষ্ট্র
২৩। দেশের প্রথম ইলেকট্রনিক বুক কোনটি?
= একুশ ই বুক
২৪। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের
সূচকে জাতিসংঘভূক্ত ১৫৭টি দেশের মধ্যে
বাংলাদেশের অবস্থান কততম.?
=১২০তম।( শীর্ষ : সুইডেন )
২৫। বাংলাদেশে বর্তমানে স্থলবন্দর কয়টি ?
= ২৩ টি । বাল্লা , হবিগঞ্জ ।
============

No comments:

Post a Comment