১। মুজিব বাহিনীর প্রধান কে ছিলেন ?
= শেখ ফজলুল হক মনি
২। বাংলাদেশে প্রথম বারের মত যে নদীর তলদেশ দিয়ে
টানেল নির্মিত হবে-
=কর্ণফুলী
৩। বাংলাদেশ যে দেশের কাছে কৃষি জমি ইজারা
নিয়েছে?
=সেনেগাল
৪। 'গেরিলা ব্রাদার্স' কী?
= মুক্তিযুদ্ধের গেমস্ অ্যাপ
৫ । বাংলাদেশ থেকে সবচেয়ে ওষুধ রপ্তানি হয় কোন
দেশে?
=ব্রাজিল
৬। দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে কিসের উপর?
=শিক্ষা ব্যবস্থা
৭ । মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার
সীমান্ত রয়েছে ?
= ৩টি ( রাঙামাটি , বান্দরবান , কক্সবাজার
৮ । বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা
করা হয়েছে কিসের বিরুদ্ধে?
= সন্ত্রাস ও জঙ্গিবাদ
৯ । বাংলাদেশে কত সালের পরপর ই-কমার্সের প্রসার
হয়?
= ২০১১-১২
১০ । বাংলাদেশ সিটিবিটি অনুমোদনকারী কততম দেশ?
=২৮তম।
১১। কোন দুটি দেশ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক?
= ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।
১২। জাতিসংঘের ইউরোপীয় সদর দফতর কোথায় অবস্থিত?
= জেনেভায়।
১৩ । বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি ?
= ২টি । জামদানি ও ইলিশ
১৪। বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি?
= ৩টি (সর্বশেষ- পায়রা সমুদ্র বন্দর)।
১৫। বাংলাদেশের নদীবন্দর কয়টি?
= ৩০টি (সর্বশেষ- সুনামগঞ্জ নদী বন্দর)।
১৬ । বিশ্বব্যাংক সুশাসনের জন্য সূচক চিহ্নিত করেছে
কয়টি.?
=৬টি।
১৭ । ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত
হবে ?
= ইংল্যান্ডে
১৮ । নির্মাণাধীন পদ্মাসেতুর দুই প্রান্তে জেলা দুটি কি
কি?
= মুন্সিগঞ্জ- শরীয়তপুর।
১৯ । বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার
= বাংলা একাডেমি পুরস্কার
২০। গ্রীন হাউজ গ্যাস নি:সরনে শীর্ষ দেশ কোনটি?
=চীন
২১. মাথাপিছু গ্রীন হাউজ গ্যাস নি:সরনে হিসেবে কোন
দেশ?
= কাতার
২২. CFC নিঃসরনে শীর্ষ দেশ কোনটি?
= যুক্তরাষ্ট্র
২৩। দেশের প্রথম ইলেকট্রনিক বুক কোনটি?
= একুশ ই বুক
২৪। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের
সূচকে জাতিসংঘভূক্ত ১৫৭টি দেশের মধ্যে
বাংলাদেশের অবস্থান কততম.?
=১২০তম।( শীর্ষ : সুইডেন )
২৫। বাংলাদেশে বর্তমানে স্থলবন্দর কয়টি ?
= ২৩ টি । বাল্লা , হবিগঞ্জ ।
============
No comments:
Post a Comment