১। পৃথিবীর আনুমানিক বয়স কত?
উঃ ৪,৫০০ মিলিয়ন বছর (প্রায়)।
২। পৃথিবীর আয়তন কত?
উঃ ৫১,০১,০০,৫০০ বর্গ কিলোমিটার (প্রায়)।
৩। পৃথিবীর পরিধি কত?
উঃ প্রায় ৪০,২৩৪ কিঃ মিঃ বা ২৫,০০০ মাইল।
৪। পৃথিবীর ব্যাস কত?
উঃ প্রায় ১২,৭৬৫ কিঃ মিঃ।
৫। পৃথিবীর ব্যাসার্ধ কত?
উঃ প্রায় ৬,৪৩৬ কিঃ মিঃ।
৬। পৃথিবীর স্থলভাগের আয়তন কত?
উঃ ১৪,৮৯,৫০,৩২০ বর্গ কিঃ মিঃ।
৭। পৃথিবীর জলভাগের আয়তন কত?
উঃ ৩৬,১১,৪৮,২০০ বর্গ কি: মি:।
৮। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত?
উঃ ১৪,৯৫,০০,০০ কিঃ মিঃ।
৯। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত?
উঃ ৩,৮৪,৪০০ কিঃ মিঃ।
১০। এশিয়া আয়তন কত?
উঃ ৪,৪৪,৯৩,০০০ বর্গ কিঃ মিঃ।
সংগৃহীত
No comments:
Post a Comment