ব্লু হোয়েল গেম নিয়ে সকলের মাথা কমবেশি চিন্তায় মগ্ন। আসলে কিভাবে এই গেম থেকে নিস্তার পাওয়া যায়, সেই চিন্তায় বিভোর অভিভাবকেরা। কিন্তু আসলে এই গেম কোথায় পাওয়া যায়, আর কিভাবে এর বিস্তার আসুন জেনে নেয়া যাক-
১. গেইম টা পিসি গেইম। অর্থাৎ কম্পিউটার ছাড়া এই গেইম মোবাইলে খেলা যায় না।
২. গেইম টা রিয়েল আইপি ছাড়া লগইন করা যায় না।
৩. গেইম টা অনলি ডার্ক ওয়েবে পাওয়া যায়।
৪. ডার্ক ওয়েব যে কেউ চাইলেই লগইন করতে পারবে না।
৫. ডার্ক ওয়েবে আপনি কোন স্ক্রিন শর্ট নিতে পারবেন না।
৬. ডার্ক ওয়েব এর ওয়েবসাইট হয় লিংক নয়। সেসব ওয়েবসাইটে ক্রোম, ফায়ারফক্স মানে নরমাল কিছুর সাহায্যে ঢুকতে পারবেন না।
৭. গেইম টা বিট কয়েন অর্থাৎ ইন্টারনেট কারেন্সি দিয়ে কিনতে হয় । ১ বিট কয়েন = ৪০০০+ ডলার । আর ১ ডলার = ৮২ টাকা।
৮. এটা কোন Apk or exe ফাইল না, ব্রাউজ করে খেলতে হয়।
বাংলাদেশে রিয়েল আইপি ব্যাবহারকারী ফ্রিল্যান্সার ছাড়া কেও নেই বললেই চলে । এছাড়া সবাই অনটাইম টেম্পরারি আইপি ইউজার! তাই এই গেইম বাংলাদেশের কেউ অনলাইন থেকে নামিয়ে খেলবে বলে বিশ্বাস করা দুরূহ।
আর যারা এখন ব্লু হোয়েল গেমস খেলছে বলে দাবি করছে, তারা প্লে স্টোর থেকে রেড ব্লু হোয়েল নামের একটি গেমস খেলতেছে। যা খেললে ভয়াবহতার কিছুই নেই।
No comments:
Post a Comment