eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, October 7, 2017

যারা Adsense Account করার জন্য ছুটছেন কিন্তু হচ্ছেনা ? তারা এই ভাবে একবার ট্রাই করে দেখুন

সবাই কেমন আছেন ? আমরা সবাই কষ্ট করে একটা সাইট বানাই কিছু আয়ের জন্য আর আয়ের সব চাইতে ভাল মাধ্যম হল Google Adsense ।
গত কিছু দিন হল বাংলাদেশে Adsense Approve হয়না তার কারন আমরা নিজেরাই । ভাজে কন্টেইন, কপি পেস্ট, আর নিজের এডে নিজে ক্লিক করা, Fake Ip । আমি নিজে Google এ অনেক খুঁজাখুঁজি করে একটা Way পেলাম Adsense Account Approve করার, তাও আবার 100% revenue shares । তাই ভাবলাম এই রকম একটা Great News আপনাদের সবাইকে জানাই । আসুন তাহলে দেখি কি করতে হবে ? ।
Google Adsense
প্রথমে এই লিঙ্ক এ যান তার পর সাইনআপ করে লগইন করুন ।
১. আপনার প্রোফাইল ৬০% পর্যন্ত পিলাপ করুন
২. Photo আপলোড করুন ১০ টি
৩. ভিডিও আপলোড করুন ৩ টি
৪. দুই থেকে পাঁচটি ব্লগ লিখুন , কপি পেস্ট থেকে বিরত থাকুন
৯. এবার প্রোফাইল এ গিয়ে Earnings (Google AdSense) এ ক্লিক করুন তার পর Create Google AdSense ক্লিক করে আপনার নতুন gmail আইডি দিয়ে Next করুন দেখবেন একটা মেইল আসবে Google AdSense থেকে সেই লিঙ্ক এ যান আপনার ডিটেইলস দিন আর অপেক্ষা Approve এর জন্য ।
আজকে এখানেই শেষ করলাম সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ । account পেলে অবশ্যই জানাবেন ধন্যবাদ,

No comments:

Post a Comment