eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, October 21, 2017

এই বিমানে যাত্রীরা নগ্ন হয়েই চলাচল করেন!

বিমানযাত্রা। অনেকের কাছে শখের আবার অনেকের কাছে আতংকের। তবে রোমাঞ্চিত এ যাত্রায় বেশিরভাগই মানুষই আগ্রহী। বিশ্বের বিভিন্ন দেশে যেমন রয়েছে সরকারি বিমান পরিবহণ ব্যবস্থা, তেমনই রয়েছে বেসরকারি সংস্থার বিমান।

তবে, যাত্রী আকর্ষণে কিছু সংস্থা এমন কিছু নিয়ম চালু করেছে যা অভিনব তো বটেই, কিছুটা বিচিত্রও।

বিশ্বের বিভিন্ন দেশে যেমন রয়েছে সরকারি বিমান পরিবহণ ব্যবস্থা, তেমনই রয়েছে বেসরকারি সংস্থার বিমান। তবে, যাত্রী আকর্ষণে কিছু সংস্থা এমন কিছু নিয়ম চালু করেছে যা অভিনব তো বটেই, কিছুটা বিচিত্রও।

২০০৮ সালে জার্মানির একটি বিমান সংস্থা ‘ট্যা রিচেস্ট’ তাদের যাত্রীদের জন্য একটি বিশেষ রুটে চালু করে এক পরিষেবা। সেই পরিষেবা অনুসারে যাত্রীরা আরফুর্ট থেকে বাল্টিক সি-এর একটি রিসোর্টে যাওয়ার জন্যই ওই পরিষেবাটি পাওয়া যাবে। সেখানে যাত্রীরা বিমানে সম্পূর্ণ নগ্ন হয়েই উঠতে পারেন। এখানেই শেষ নয়, গোটা রাস্তাটাই তারা বিমানে নগ্ন অবস্থায়ই সফর করতে পারবেন। ওই রিসোর্টেও তারা ওই একই পরিস্থিতিতেই থাকতে পারেন বলে সংস্থার তরফে জানা গেছে।

সূত্র : জিনিউজ

No comments:

Post a Comment