ভারতে কয় কক্ষবিশিষ্ট পার্লামেন্ট রয়েছে? উঃ দুই কক্ষ বিশিষ্ট।
ভারতে দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের নামগুলো কি কি? উঃ রাজ্যসভা ও লোকসভা।ভারতে রাজ্যসভার মোট আসন সংখ্যা কত? উঃ ২৫০ টি (২৩৮টি নির্বাচিত এবং ১২টি সংরক্ষিত)।ভারতে লোকসভার মোট আসন সংখ্যা কত? উঃ ৫৫২ টি (৫৫০টি নির্বাচিত এবং ২টি সংরক্ষিত)।ভারতে লোকসভার কত আসনে বর্তমানে নির্বাচন হয়? উঃ ৫৪৩ টি।ভারতের স্বাধীনতা লাভের পর কোন মহিলা গর্ভনর নিযুক্ত হন? উঃ সরোজিনী নাইডু।মহাত্মা গান্ধী দক্ষিন আফ্রিকা থেকে কবে দেশে প্রত্যাবর্তন করেন? উঃ ০৯ জানুয়ারী ১৯১৫।মহাত্মা গান্ধী কবে নিহত হয়েছিলেন? উঃ ৩০ জানুয়ারী, ১৯৪৮ (বিড়লা হাউজে)।বিড়লা হাউসের বর্তমান নাম কি? উঃ গান্ধী সদন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এসউইচ বধ্যভূমিতে কত লোককে হত্যা করা হয়েছিল? উঃ ১৫ লক্ষ।ভারতের কংগ্রেসের বর্তমান সভাপতি কে? উঃ সোনিয়া গান্ধী।মাদার তেরেসা কবে মৃত্যুবরণ করেন? উঃ ০৫ সেপ্টেম্বর ১৯৯৭।জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কবে হয়েছিল? উঃ ০৯ জানুয়ারী ১৯১৫।জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কে নেতৃত্ব দিয়েছিল? উঃ জেনারেল রেজিল্যান্ড ডায়ার।
জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডে কয়জন নিহত ও আহত হয়েছিলেন? উঃ ৫০০ ও ১,৫০০ জন।
ভারত-চীন যুদ্ধ কবে সংগঠিত হয়? ১১ অক্টোবর, ১৯৬২।ইন্দিরা গান্ধী কবে আততায়ীর গুলিতে নিহত হন? উঃ ৩১ অক্টেবর ১৯৮৪।ভারতীয় সংবিধানের প্রস্তাবের জনক কে? উঃ জওহরলাল নেহেরু।তাসখন্দ চুক্তি কবে সাক্ষরিত হয়? উঃ ১১ জানুয়ারী ১৯৬৬।ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে? উঃ উপ-রাষ্ট্রপতি।ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে? উঃ মোরারজি দেশাই।পশ্চিমবঙ্গের বর্তমান মূখ্যমন্ত্রী কে? উঃ মমতা বন্দোপাধ্যায়ভারত কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? উঃ ১৮ মে ১৯৭৪।ইবনে বতুতা কবে ভারত গমন করেন? উঃ ১৩৩৩ সালে।ভাস্কো-দা-গামা কবে কালিকট বন্দরে আগমন করেন? উঃ ১৪৪৮ সালে।পর্তুগীজরা কবে গোয়া দখল করে? উঃ ১৫১০ সালে।শেরশাহ কবে হুমায়নকে পরাজিত করে দিল্লীর মসনদ দখল করে? উঃ ১৫৩৯ সালে।সম্রাট আকবরের নির্দেশে কবে জিজিয়া কর প্রত্যাহার করা হয়?উঃ ১৫৬৪ সালে।আকবর কবে দীন ই এলাহি ধর্ম প্রবর্তন করেন? উঃ ১৫৮২ সালে।ভারত ও পাকিস্তানের মাঝে বিখ্যাত সিমলা চুক্তি স্বাক্ষর হয়েছিল কবে। উঃ ৩ জুলাই ১৯৭২ সালে।মনসবদারী প্রথার প্রচলন করেন কোন সম্রাট? উঃ সম্রাট আকবর।গেটওয়ে অব ইন্ডিয়া কার সম্মানে নির্মিত হয়? উঃ ব্রিটেনের রাজা জর্জ।ভারতে সিয়াচেন জায়গাটি কোন সীমান্তে অবস্থিত? উঃ ভারত-পাকিস্তান সিমান্তে।ব্রিটেনে কবে ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা ঘটে? উঃ ১৬০০ সালে।উগ্র জাতীয়তাবাদী হিন্দুরা কবে বাবরী মসজিদ ধ্বংস করে? উঃ ০৬ ডিসেম্বর ১৯৯২।ভারতের ঐতিহাসিক বাবরী মসজিদ অবস্থিত? উঃ অযোধ্যায়।ইংল্যান্ডের রাণীকে কবে ভারতের সম্রাট ঘোষনা করা হয়? উঃ ১৮৭৭ সালে।ভারত রক্ষা আইন প্রণীত হয় কোন সালে? উঃ ১৯১৫ সালে।সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশের গণতন্ত্রের ইতিহাস দীর্ঘদিনের? উঃ ভারত।কাশ্মেীরে বিচ্ছিন্নবাদীদের প্রধান জোট কোনটি? উঃ অল পার্টি হুরিয়াত কনফারেন্স।ফুলনদেবীকে কত তারিখে খুন করা হয়? উঃ ২৫ জুলাই, ২০০১।ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবে শপথ গ্রহন করেন? উঃ ২৬ মে, ২০১৪।নরেন্দ্র মোদি বর্তমানে ভারতের কততম প্রধানমন্ত্রী? উঃ ১৬ তম।ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে? উঃ মীরা কুমার।কত তারিখে ভারতের কিংবদন্তী বনদস্যু বীরাপ্পন নিহত হয়? উঃ ১৮ অক্টোবর, ২০০৪।ভারতের অযোধ্যায় বাবরী মসজিদ ধ্বংসের ঘটনায় গঠিত কমিশনটির নাম কি? উঃ লিবারহ্যান কমিশন।ভারতীয় গোয়েন্দা সংস্থার নাম কি? উঃ Research and Analysis Wing (RAW) `র’।
‘ব্লাক ক্যাট’ কোন দেশের কমান্ডো বাহিনী? উঃ ভারত।ভারতের পশ্চিম বঙ্গের নতুন নাম কি? উঃ বাংলা প্রদেশ।‘সীমান্ত গান্ধী’ নামে পরিচিত কে ছিলেন? উঃ আবদুল গাফফার খান।টিপু সুলতান কে ছিলেন? উঃ মহীশুরের শাসনকর্তা।বোমা বিস্ফোরণে ভারতের রাজীব গান্ধী কবে নিহত হয়? উঃ ২১ মে ১৯৯১।রাজীব গান্ধী হত্যার সাথে জরিত মহিলা কোন সংগঠনের সদস্যা? উঃ এল.টি.টি.আই।রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি? উঃ থানু।বেফোর্স কেলেংকারীর সাথে জড়িত ভারতীয় প্রধানমন্ত্রী? উঃ রাজীব গান্ধী।বেফোর্স কোন দেশের অস্ত্র উৎপাদন ও বিক্রয়কারী সংস্থা? উঃ সুইডেন।ভারতের কোন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় শত শত মুসলিম নর-নারী নিহত হয়েছিল? উঃ গুজরাট।
ভারতের বিখ্যাত তিনমূর্তি ভবনটি কোথায় অবস্থিত? উঃ নয়াদিল্লী।ভারতের গোলযোগপূর্ণ ‘অনন্তনাগ’ শহরটি অবস্থিত? উঃ কাশ্মীরে।কোন দেশটিকে ‘দ্য ল্যান্ড অব থান্ডার ড্রাগন’ বলা হয়? উঃ ভূটানকে।ভূটানের প্রথম উত্তরাধিকারী ভিত্তিক রাজা ক্ষমতায় আসে কবে? উঃ ১৭ ডিসেম্বর ১৯০৭জিগমে সিংগে ওয়াংচুক কবে ভূটানের রাজা নিযুক্ত হন? উঃ ১৯৭২ সালের জুলাই মাসে।ভূটানে কবে গনতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত হয়? উঃ ১৯৬৯ সালে।মায়ানমার কবে ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছিল? উঃ ১ এপ্রিল, ১৯৩৭।মায়ানমারের চলমান সামরিক শাসন শুরু হয় কবে? উঃ ১৯৬২ সালে।কোন দেশে ১৯৬২ সালের পর আদৌ কোন গনতন্ত্র চর্চা হয়নি? উঃ মায়ানমারে।অং সান সুচি রাজনৈতিক দলের নাম কি? উঃ এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী)।অং সান সুচি কবে এনএলডি গঠন করেন? উঃ সেপ্টেম্বর, ১৯৮৮ সাল।বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দর নায়েক কোন দেশের অধিবাসী? উঃ শ্রীলঙ্কা।এলটিটিই-র জন্ম হয় কবে? উঃ ১৯৭৮ সালে।শ্রীলংকার তামিল গেরিলাদের প্রধান কে ছিলেন/ উঃ ভিলু পিল্লাই প্রভাকরন।ভিলু পিল্লাই প্রভাকরণ কবে শ্রিলঙ্কার সেনা বাহিনীর হাতে নিহত হন? উঃ ১৮ মে, ২০০৯।ইসলামী বিশ্বের প্রথম মহিলা সরকার প্রধান কে? উঃ বেনজীর ভূট্রো।বেনজির ভুট্টোর কবে জন্ম গ্রহণ করে? উঃ ২১ জুন, ১৯৫৩।বেনজির ভুট্টোর কবে আত্মঘাতি হামলায় নিহত হন? উঃ ২৭ ডিসেম্বর, ২০০৭।আফগানিস্তানকে কে প্রজাতন্ত্র ঘোষনা করেন? উঃ দাউদ খাঁ।নেপালের রাজা বীরেন্দ্র ও স্ত্রী ঐশ্বর্যসহ পরিবারের ১০ জন সদস্য কবে নিহত হয়েছিল? উঃ ২৯ জুন, ২০০১।
কোন দেশ বিশ্ব মতামত অগ্রাহ্য করে ভাস্কর্য ভান্ডার কাজ সম্পন্ন করে? উঃ আফগানিস্তান।সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছূ আয় সব চাইতে বেশী কোন দেশের? উঃ মালদ্বীপে।এশিয়ার কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই? উঃ মালদ্বীপে।মায়ানমার সীমান্ত রক্ষী বাহিনীকে কি বলা হয়? উঃ লুন্টিন।ভারত ও শ্রীলংকার মধ্যে রামেশ্বর দ্বীপ, মান্নার দ্বীপ এবং আরো কয়েকটি দ্বীপ
রয়েছে এগুলোকে একত্রে কি বলা হয়?
উঃ সেতু বন্ধ।
নেপাল সরকারের প্রধান কার্যালয় কোথায়? উঃ সিংহ দরবার।কোন দেশের ৮০% জুড়ে কারাকুম মরুভূমি অবস্থিত? উঃ তুর্কমেনিস্তান।তিয়েন মান পর্বতমালার উপর অবস্থিত কোন দেশ? উঃ কিরঘিজস্তান।
No comments:
Post a Comment