eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, October 14, 2017

বিশ্ব অর্থনীতি

বর্তমানে বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি?উঃ জাপানসার্কভূক্ত দেশ গুলোর মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশী কোন দেশের?উঃ মালদ্বীপবিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ কোনটি?উঃ কাতার (৮৭,৭১৭ ইউএসডি।)বিশ্বের সর্বনিম্ন মাথাপিছু আয়ের দেশ কোনটি?উঃ জিম্বাবুয়ে (০৯ ইউএসডি।)বিশ্বের সেরা ধনী ব্যক্তি কে?উঃ কার্লোস স্লিম, মেক্সিকো (৫৩৫০ কোটি ইউএসডি)বিল গেটস্ বর্তমানে কততম?উঃ ২য় স্থান (৫৩০০ কোটি ইউএসডি।)ইউরোপের একক মুদ্রা ইউরো কবে থেকে চালু হয়?উঃ ১ জানুয়ারী, ১৯৯৯।ইউরো কবে থেকে মুদ্রা ও নোট হিসেবে বাজারে চালু হয়?উঃ ১ জানুয়ারী, ২০০২ইউরোপে একক মুদ্রা ইউরো প্রথম কতটি দেশে চালু হয়?উঃ ১১ টি।ইউরোপে একক মুদ্রা ইউরো বর্তমানে কতটি দেশে চালু আছে?উঃ ১৬ টি ইইউ সদস্য দেশ। এছাড়া চুক্তি করে ৩টি, চুক্তি ছাড়া ৫টি এবং আনঅফিসিয়াল ৪টি দেশ।বিশ্বের সবচেয়ে বেশী ঋণগ্রস্থ দেশ কোনটি?উঃ যুক্তরাষ্ট্র (২২ ট্রিলিয়ন ডলার)প্রত্যক্ষ বিদিশী বিনিয়গের ক্ষেত্রে এশিয়ার প্রধান দেশ কোনটি?উঃ চীন।বিশ্বের সর্বোচ্চ হীরা উৎপাদনকারী দেশ কোনটি?উঃ দক্ষিণ আফ্রিকা।বিশ্বের সবচেয়ে বেশী রেশম রপ্তানীকারক দেশ কোনটি?উঃ চীন ।বিশ্বের বৃহত্তম তেল কুপ কোনটি?উঃ ব্রাজিলের পি-৩৬।কবে পি-৩৬ এর সলিল সমাধি ঘটে?উঃ ৩ মার্চ, ২০০১।যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় কত?উঃ ৩৭,৬০০ ডলার।কোন দেশে সবচেয়ে বেশী পেট্রোলিয়াম মজুদ আছে?উঃ সেীদি আরব (এক-চর্তথাংশ)চাল উৎপাদনর শীর্ষ দেশ কোনটি?উঃ চীন।মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তৈল অবরোধ করেছিল?উঃ ১৯৭৩ সালে।আফ্রিকার কোন দেশ সবচেয়ে বেশী সম্পদশালী?উঃ দক্ষিণ আফ্রিকা।মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?উঃ হংকং।কোকেন উৎপাদনের প্রধান দেশ কোনটি?উঃ পেরু।ভারতবর্ষে প্রথম বাজেট প্রণীত হয় কবে?উঃ ১৮৬১ সালে।বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?উঃ ২৭ ডিসেম্বর, ১৯৪৫।বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে?উঃ নতুন : জিম ইয়ং কিম (১ জুলাই, ২০১২)।বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কোনটি?উঃ ব্যাংক অব টোকিও ও মিৎসুবিশি ব্যাংকের একীভূত।পৃথিবীর সবচেয়ে বেশী স্বর্ন ব্যবহারকারী দেশ কোনটি?উঃ ভারত।বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়?উঃ ওয়াশিংটন ডি সি।বিশ্ব ব্যাংকের কার্যক্রম কবে শুরু হয়?উঃ ২৫ জুন, ১৯৪৬ সাল।বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?উঃ ১৮৬ টি।এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিক কার্যক্রম কবে শুরু হয়?উঃ ১৯৬৬ সালে।এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়?উঃ ম্যানিলা, ফিলিপাইন।এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?উঃ ৬৭ ।ইসলামী উন্নয়ন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?উঃ ২০ অক্টোবর, ১৯৭৫ সালে।ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা কত?উঃ ৫৬ টি।ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়?উঃ জেদ্দা, সৌদি আরব।বিশ্ব ব্যাংক থেকে কোন দেশ সবচেয়ে বেশী ঋন নিয়েছে?উঃ ভারত।বর্তমানে আই এম এফ-এর সদস্য সংখ্যা কত?উঃ ১৮৫ (সর্বশেষ সদস্য মন্টিনিগ্রো, ১৮ জানু, ২০০৭।)বিশ্বের সবচেয়ে বেশী গম উৎপন্ন হয় কোন দেশে?উঃ চীন।বিশ্বের সবচেয়ে বেশী চা উৎপন্ন হয় কোথায়?উঃ ভারত।বিশ্বের প্রধান সোনা উৎপাদনকারী দেশ কোনটি?উঃ দক্ষিণ আফ্রিকা।বিশ্বের বেশী তেল উৎপাদনকারী দেশ কোনটি?উঃ যুক্তরাষ্ট্র।বিশ্বের সবচেয়ে বেশী কফি উৎপন্ন হয় কোথায়?উঃ ব্রাজিল।সবচেয়ে বেশী তামাক উৎপন্ন হয় কোথায়?উঃ যুক্তরাষ্ট্রে।বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ কোনটি?উঃ যুক্তরাষ্ট্র।পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয়?উঃ এশিয়া মহাদেশে।পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোথায় অবস্থিত?উঃ কিম্বালী, দক্ষিণ আফ্রিকা।পৃথিবীর সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোথায়?উঃ বাংলাদেশে।সবচেয়ে বেশী চিনি উৎপাদন হয় কোথায়?উঃ কিউবা।লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান দেশ?উঃ চীন।কোন দেশ পশম রপ্তানীতে শীর্ষে?উঃ অস্ট্রেলিয়া।পৃথিবীর শ্রেষ্ট চলচিত্র শিল্প কোথায়?উঃ হলিউড, আমেরিকা।সর্বাধিক পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি?উঃ মালয়েশিয়া।পৃথিবীর সবচেয়ে বেশী জুয়েলারী তৈরী দেশ কোনটি?উঃ ইটালী।পৃথিবীর প্রধান পাট রপ্তানীকারক দেশ কোনটি?উঃ বাংলাদেশ।প্রধান চা আমদানীকারক দেশ কোনটি?উঃ যুক্তরাষ্ট্র।খনিজ তেলের প্রধান রপ্তানী কারক দেশ কোনটি?উঃ সৌদি আরব।পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ কোনটি?উঃ কিউবা।পৃথিবীর প্রধান অভ্র রপ্তানীকারক দেশ কোনটি?উঃ ভারত।কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ কোনটি?উঃ ইরান।

No comments:

Post a Comment