eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Friday, October 13, 2017

উত্তর আমেরিকা ইতিহাস

প্রশ্ন: উত্তর আমেরিকার আয়তন কত ? 
২,১৩,৯৩,৭৬২ বর্গ কি.মি. ।

প্রশ্ন: উত্তর আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
১৪.৮% ।

প্রশ্ন: উত্তর আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত ?
পশ্চিম গোলার্ধে ।

প্রশ্ন: আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ? 
কানাডা (৯০,৯৩,৫৭০ বর্গ কি.মি. )

প্রশ্ন: লোকসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ? 
যুক্তরাষ্ট্র ।

প্রশ্ন: আয়তনে উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি ? 
বারমুডা; (৫২ কি.মি.)।

প্রশ্ন: লোকসংখ্যায় উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি? 
গ্রানাডা ।

প্রশ্ন: উত্তর আমেরিকা কে আবিস্কার করেন ? 
ইটালির বিখ্যাত নাবিক কলম্বাস ।

প্রশ্ন: কলম্বাস কবে আমেরিকা আবিস্কার করেন ? 
১৪৯২ ।

প্রশ্ন: উত্তর আমেরিকার অধিকাংশ অধিবাসি কাদের বংশধর ? 
ইউরোপিয়দের ।

প্রশ্ন: এস্কিমোরা কোথায় বসবাস করে ? 
তুন্দ্রা অঞ্চলে ।

প্রশ্ন: উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি ?
সুপিরিয়র (৩১,৭০০ বর্গ মাইল ) ।

প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ? 
মিসিসিপি-মিসৌরী (৬০২০ কি.মি.)।প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি ? 
ম্যাকেঞ্জি (৪২৪১ কি.মি.) ।প্রশ্ন: উত্তর আমেরিকার আদি অধিবাসিদেও নাম কি ?
রেড ইন্ডিয়ান ও এস্কিমো ।প্রশ্ন: উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ? 
গ্রীনল্যান্ড (২১,৭৫,৬০০ বর্গ কি.মি.) ।প্রশ্ন: উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 
ম্যাককিনলি, যুক্তরাষ্ট্র (উচ্চতা-৬১৯৪ মিটার) ।প্রশ্ন: উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি ? 
ডেথ ভ্যালি, যুক্তরাষ্ট্র (গভীরতা-৮৫.৯ মিটার) ।প্রশ্ন: উত্তর আমেরিকার বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি ?
পোক্যাটেপেটল, মেক্সিকো (৫৪৫২ মিটার) ।প্রশ্ন: মিসিগান, ইরি ,সুপিরিয়র, হিউরন ওঅন্টারিও হ্রদগুলোর একত্রে নাম কি ? 
গ্রেটলেকস ।প্রশ্ন: মধ্যে আমেরিকা হতে মিসিসিপি অববাহিত পর্যন্ত সমভূমিকে কি বলে ?
পৃথিবীর রুটির ঝুড়ি ।

No comments:

Post a Comment