eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Thursday, November 2, 2017

বিষয়ভিত্তিক_সুপার_রিভিউ_এক্সাম


তারিখ- ০১/১১/২০১৭
বিষয়- আন্তর্জাতিক বিষয়াবলি-১
সিলেবাস-  বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা
পরীক্ষক-
পূর্ণমান- ২৫
সময়- ২২ মিনিট (১০:৩০-১০:৫২)

#বিঃদ্রঃ যারা নির্দিষ্ট সময়ের পরে এক্সাম দিবেন তাদের মার্ক্স সেরা ৩ এর জন্য বিবেচনা করা হবে না। তবে আপনারা নির্দিষ্ট সময়ের পরেও এক্সাম দিতে পারবেন।

১। জুলিয়াস সিজার কত বছর আগে রোম শাসন করেন?
ক) ১০০০ বছর
খ) ১৫০০ বছর
গ) ২০০০ বছর
ঘ) ৩০০০ বছর
২। ১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?
ক) ১ অক্টোবর (দুপুরে)
খ) ২ অক্টোবর (সকালে)
গ) ২ অক্টোবর (মাঝরাতে)
ঘ) ৩ অক্টোবর (মাঝরাতে)
৩। কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে?
ক) ক্রিটেসাস যুগে
খ) টায়াসিক যুগে
গ) প্রোটেরোজোয়িক যুগে
ঘ) সিনোজোয়িক যুগে
৪। মানুষের খোঁড়া বিশ্বের বৃহত্তম গর্ত কোন দেশে অবস্থিত?
ক) মিশর
খ) দক্ষিণ আমেরিকা 
গ) রোম
ঘ) সিন্ধু
৫। ইতিহাসখ্যাত ‘পঞ্চশীলা’ কবে স্বাক্ষরিত হয়?
ক) ১৯৫০ সালে
খ) ১৯৫২ সালে
গ) ১৯৫৩ সালে
ঘ) ১৯৫৪ সালে
৬। কোনটি ভারতের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়?
ক) বিহার
খ) মণিপুর
গ) নাগাল্যান্ড
ঘ) মিজোরাম
৭। পৃথিবীর প্রথম কোথায় লিখিত আইনের প্রচলন হয়?
ক) স্পেন
খ) ব্যাবিলন
গ) গ্রীস
ঘ) নিউইয়র্ক
৮। সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা কারা?
ক) আর্যগণ
খ) রোমানগণ
গ) মিশরীয়গণ
ঘ) দ্রাবিড়গণ
৯। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানি ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় কবে?
ক) ১৮৫৬ সালে
খ) ১৮৫৭ সালে
গ) ১৮৫৮ সালে
ঘ) ১৮৫৯ সালে
১০। প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করেন?
ক) ফিনিশীয়রা
খ) মিশরীয়রা
গ) গ্রিকরা
ঘ) রোমানরা
১১। এশিয়া মহাদেশের আয়তন ইউরোপের কত গুণ?
ক) চারগুণ
খ) সাড়ে চারগুণ
গ) আড়াইগুণ
ঘ) ছয়গুণ
১২। পৃথিবীর সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?
ক) ইংরেজী
খ) ফারসি
গ) আরবি
ঘ) মান্দারিন
১৩। মালদ্বীপের মুদ্রার নাম কি?
ক) রুপী
খ) ডলার
গ) পাউন্ড
ঘ) রুপাইয়া
১৪। ‘সীমান্ত গান্ধী’ নামে কে পরিচিত?
ক) ইন্দিরা গান্ধী
খ) মহাত্মা গান্ধী
গ) খান আব্দুল গাফফার খান
ঘ) রাজীব গান্ধী
১৫। কত সালে দিল্লি ভারতের রাজধানী হয়?
ক) ১৯০৫ সালে
খ) ১৯০৭ সালে
গ) ১৯০৯ সালে
ঘ) ১৯১১ সালে
১৬। পূর্ব তিমুরের রাজধানীর নাম কি?
ক) লাসা
খ) পোর্টো নোভো
গ) দিলি
ঘ) তিয়েনআনমেন
১৭। এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?
ক) থাইল্যান্ড ও সিঙ্গাপুরে
খ) জাপান ও ভারতে
গ) মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে
ঘ) নেপাল ও বাংলাদেশে
১৮। কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য?
ক) ইরান
গ) ইন্দোনেশিয়া
গ) আলবেনিয়া
ঘ) ইরাক
১৯। গণচীনের প্রতিষ্ঠাতা কে?
ক) মাও সেতুং
খ) সান ইয়াৎ সেন
গ) চিয়াং কাইশেক
ঘ) লিও শাও চি
২০। বুখারেস্ট কোথায় অবস্থিত?
ক) হাঙ্গেরিতে
খ) আলবেনিয়ায়
গ) রোমানিয়ায়
ঘ) ইথিওপিয়ায়
২১। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে অবস্থিত?
ক) নেদারল্যান্ড
খ) গ্রিনল্যান্ড
গ) ফিনল্যান্ড
ঘ) ইংল্যান্ড
২২। ‘অক্টোবর বিপ্লব’ কোন দেশে সংঘটিত হয়?
ক) জার্মানি
খ) ফ্রান্স
গ) রাশিয়া
ঘ) যুক্তরাষ্ট্র
২৩। মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
ক) নিকারাগুয়া
খ) কোস্টারিকা
গ) গুয়েতেমালা
ঘ) এল সালভাদর
২৪। আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?
ক) সিচেলেস
খ) টগো
গ) বেনিন
ঘ) জিবুতি
২৫। ESCAP এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
ক) জেনেভা
খ) ভিয়েনা 
গ) থাইল্যান্ড 
ঘ) ইথিওপিয়া

উত্তর:
১। গ ২। ঘ ৩। ক ৪। খ ৫। ঘ ৬। ক ৭। খ ৮। ঘ ৯। গ ১০। ক ১১। খ ১২। ঘ ১৩। ঘ ১৪। গ ১৫। ঘ ১৬। গ ১৭। গ ১৮। গ ১৯। ক ২০। গ ২১। গ ২২। গ ২৩। খ ২৪। ক ২৫। গ

No comments:

Post a Comment