শিরোনামঃ কানামাছি
কন্ঠঃ পিন্টু ঘোষ
কথাঃ সুমি
ব্যান্ডঃ চিরকুট
সিনেমাঃ টেলিভিশন
সত্য কি তেতো
সেকি জীবনের মত
বেঁচেও মড়া নাকি বিভেদের ক্ষত
মিথ্যা কি ভুল
নাকি নীল নোনা জ্বল
দেখতে কেমন সে বলো কতটা অতল!
কানামাছি মিথ্যা…কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত...
তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই..
তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ...!!
সুখ যদি এতে তুমি পাওবা অগাধ,
আমি কেনো সাধি তাতে মিছে-মিছি বাঁধ ।
যার যার মতো করে ভালো থাকা যদি,
সত্যের মতো করে আঁকি দুই নদী।
কানামাছি মিথ্যা , কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মতো
———————————————–
আরো লিরিক্স পেতে ঘুরে আসুনঃ http://www.lyrics71.com/
No comments:
Post a Comment