455) Very এবং Too
a) Very
Don’t say: It’s too hot in Rome in the summer.
Say: It’s very hot in Rome in the summer.
b) Too
Don’t say: It’s now very hot to play football.
Say: It’s now too hot to play football.
Very সাধারণত adjective বা adverb-কে অপেক্ষাকৃত শক্তিশালী করে। Too অর্থ হল- ‘প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে বা অত্যাধিক যা কোন কিছুর উপরন্থ ফলাফল হিসেবে ঘটে’। It is too hot in the summer-বাক্যটি সম্পূর্ণ নয়ঃ too hot for what? Too hot to play football. তবে কখনও কখনও অসম্পূর্ণ phrase-টি কথ্য ইংরেজিতে ব্যবহৃত হয়।
(See Exercise 68)
456) Very এবং Much
a) Very
Don’t say: He’s a much strong man./It’s a much interesting book.
Say: He’s a very strong man./It’s a very interesting book.
b) Much
Don’t say: He’s very stronger than I am.
Say: He’s much stronger than I am.
Positive degree তে adjectives বা adverb-এর সাথে এবং adjective হিসেবে Present participle (যেমনঃ interesting)-এর সাথে very ব্যবহৃত হয়। Comparative degree-তে adjective বা adverb-এর সাথে এবং past particile-এর সাথে much ব্যবহৃত হয়।
Note: Adjective-এর ধারণায় ব্যবহৃত অল্প কিছু past participle নিজেদের পূর্বে very-কে গ্রহণ করতে পারে, যেমনঃ I am very pleased (=আনন্দিত) to see you; I am very tired; The accomodation is very limited, তবে I was much (very নয়) afraid of falling.
(See Exercise 69)
457) Very much এর পরিবর্তে Too much এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: She likes the cinema too much./He’s too much stronger than I am.
Say: She likes the cinema very much./He’s very much stronger than I am.
Very much- much-এর পরিবর্তে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে ব্যবহৃত হতে পারে। Too much একটি অতিরিক্ত পরিমাণ বা মাত্রা নির্দেশ করে, যেমনঃ She ate too much, and felt ill.
Note: Word, try, rain, think, to be hurt, to be injured- এদের মতো সুনির্দিষ্ট verb গুলোর সাথে much এবং very much ব্যবহৃত হতে পারে না। সুতরাং আমরা বলতে পারিঃ He worked very hard; He was badly hurt; he was seriously injured.
(See Exercise 70)
458) Ago এর পরিবর্তে Before এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: I saw your friend before two weeks.
Say: I saw your friend two weeks ago.
কথা বলার সময় থেকে অতীতে একটি অবস্থান বিন্দুর দিকে সময় হিসাব করতে আমরা Ago ব্যবহার করি, যেমনঃ half an hour ago, three days ago, four months ago, five years ago, a long time ago. অতীতে একটি নিকটতর অবস্থান বিন্দুর দিকে দূরত্ব হিসাব করতে Before ব্যবহৃত হয়, যেমনঃ Napoleon died in 1821, he has lost the battle of waterloo six years before.
Note: যখন ago ব্যবহৃত হয়, তখন verb-টি past tense-এ হয়, যেমনঃ He came five minutes ago.
459) Hard এর পরিবর্তে Hardly এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: She rubbed her eyes hardly.
Say: She rubbed her eyes hard.
Hard অর্থ হল- কঠোরভাবে। Hardly অর্থ হল- ‘পরিপূর্ণভাবে না’ বা ‘নামে মাত্র’, যেমনঃ The baby can hardly walk.
(See Exercise 71)
460) Not very এর পরিবর্তে No/so এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: I hear that he’s not so rich.
Say: I hear that he’s not very rich.
Not very (অতি/অত্যন্ত) ধারণাটিতে so ব্যবহৃত হতে পারে না। He is not so rich- এই অভিব্যক্তিটি একটি তুলনা ইঙ্গিত করছে, যেমনঃ He is not so rich as you are.
461) Presently এর পরিবর্তে just now এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The messenger will arrive just now.
Say: The messenger will arrive presently.
আমরা যদি নিকট ভবিষ্যতের কথা বলি, তবে আমরা অবশ্যই Presently, immediately বা soon ব্যবহার করব। Just now বর্তমান ও অতীত সময়কে নির্দেশ করে, ভবিষ্যতকে নয়, যেমনঃ He’s not at home just now (=এই মুহূর্তে); He left just now (=অল্প সময় আগে)।
462) At present এর পরিবর্তে presently এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: His uncle is in London presently.
Say: His uncle is in London at present.
At present এবং presently একে অপরের সমর্থক নয়। At present অর্থ হল- এখন, কিন্তু presently অর্থ হল- শীঘ্র, যেমনঃ She will come back presently (soon=শীঘ্র)।
463) Rarely এর পরিবর্তে scarcely এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: Zoe scarcely comes to see me now.
Say: Zoe rarely comes to see me now.
Scarcely, rarely-এর সমর্থক নয়। Rarely অর্থ হল- প্রায়ই নয় বা মাঝে মাঝে; scarcely অর্থ হল- সম্পূর্ণভাবে নয় বা নামে মাত্র, যেমনঃ I had scarcely finished when he came.
464) Late এর পরিবর্তে lately এর ব্যবহার জনিত ভুলঃ
Don’t say: Last night I went to bed lately.
Say: Last night I went to bed late.
Early-এর বিপরীত হল- late, lately নয়। Lately অর্থ হল- সম্প্রতি বা অধুনা, যেমনঃ I haven’t been there lately.
No comments:
Post a Comment