Sunday, December 10, 2017

সারমর্ম গাহি তাহাদের গান- গাহি তাহাদের গান- ধরণীর হাতে দিল যারা জানি ফসলের ফরমান। শ্রম-কিণাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠি-তলে ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে-ফলে। বন্য-শ্বাপদ-সঙ্কুল জরা-মৃত্যু-ভীষণ ধরা যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহারা। সারমর্ম: যাদের কঠিন শ্রমে পৃথিবীর বুকে ফসল উৎপন্ন হয়েছে কবি তাদের জয়গান গেয়েছেন। শ্রমজীবীদের রক্ত ও ঘামেই সভ্যতার বিকাশ ঘটে। তাদের শ্রমেই পৃথিবী অনুপম সুন্দর ও মনোমুগ্ধকর হয়ে ওঠে। তাই যে শ্রমজীবীরা জরা, মৃত্যুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে তাদেরই জয়গান গাওয়া উচিত।

No comments:

Post a Comment