Sunday, December 10, 2017

সারমর্ম চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন হেরিব না দিক- গণিব না দিনক্ষণ, করিব না বিতর্ক বিচার- উদ্দাম পথিক। মুহূর্তে করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততা উপকণ্ঠ ভরি – খিন্ন শীর্ণ জীবনের শত লক্ষ ধিক্কার লাঞ্ছনা উৎসর্জন করি। সারমর্ম: যারা নব উদ্যমের পথিক তারা কখনো অতীতের মোহে আচ্ছন্ন হয় না, মানে না কোনো বাধা বন্ধন। বরং আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হয়ে লাঞ্ছিত জীবনের পরিবর্তে সম্ভাবনাময় জীবনের লক্ষ্যে সামনে এগিয়ে যা

No comments:

Post a Comment