Sunday, December 10, 2017

সারমর্ম দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর, হে নব সভ্যতা। হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপোবন, পুণ্যছায়া রাশি, গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যাস্নান সেই গোচারণ, সেই শান্ত সামগান, নীবার-ধান্যের মুষ্ঠি বল্কল-বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন, মহাতত্ত্বগুলি। পাষাণপিঞ্জরে তব, নাহি চাহি নিরাপদে রাজভোগ নব। চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার; পরানে স্পর্শিতে চাইছিড়িঁয়া বন্ধন, অনন্ত এ জগতের হৃদয়স্পন্দন। সারমর্ম: নাগরিক সভ্যতা কেড়ে নিয়েছে মানুষের অরণ্য লালিত স্নিগ্ধ জীবনকে। ভোগ, বাসনায় পরিপূর্ণ নগরে আধুনিক জীবনের সকল সুযোগ-সুবিধা থাকলেও নেই প্রাণের উচ্ছ্বাস। যান্ত্রিকতায় আবদ্ধ মানুষ হারিয়ে ফেলেছে মানবিকতা, সহমর্মিতা, জীবনের সৌন্দর্য। তাই মানুষ আজ সে আরণ্যক জীবন ফিরে পেতে চায়।

No comments:

Post a Comment