Sunday, December 10, 2017

সারমর্ম দন্ডিতের সাথে দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ কোন ব্যথা নাহি পায়, তার দন্ডে দান প্রবলের অত্যাচার। যে দ- বেদনা পুত্ররে না পার দিতে, সে কারেও দিও না। যে তোমার পুত্র নহে, তারও পিতা আছে, মহাঅপরাধী হবে তুমি তার কাছে। সারমর্ম: বিচারকের আসনে যিনি বসেন, সুষ্ঠু ন্যায় বিচার সম্পাদন করাই তার দায়িত্ব। দোষীকে শাস্তি দিয়ে সমাজে শান্তি ফিরিয়ে আনার মহান ব্রত তার। তবে শাস্তি প্রদানের ক্ষেত্রে তাকে হতে হয় নিরপেক্ষ এবং সহানুভূতিশীল। যাকে শাস্তি প্রদান করা হলো তার দুঃখে যদি বিচারকের প্রাণ কাঁদে তবেই সে বিচার শ্রেষ্ঠত্ব লাভ করে।

No comments:

Post a Comment