Sunday, December 10, 2017

সারমর্ম ভদ্র মোরা, শান্ত বড়ো, পোষ মানা এ প্রাণ, ভদ্র মোরা, শান্ত বড়ো, পোষ মানা এ প্রাণ, বোতাম-আঁটা জামার নিচে শান্তিতে শয়ান। দেখা হলেই মিষ্ট অতি, মুখের ভাব শিষ্ট অতি, অলস দেহ ক্লিষ্টগতি, গৃহের প্রতি টান তৈলঢালা স্নিগ্ধ তনু নিদ্রারসে ভরা, যেথায় ছোট বহরে বড়ো বাঙালি-সন্তান। ইহার চেয়ে হতাম যদি আরব বেদুঈন, চরণতলে বিশাল মরু দিগন্তে বিলীন। ছুটেছে ঘোড়া উড়েছে বালি, জীবন স্রোতে আকাশ ঢালি, হৃদয়তলে বহ্নি জ্বালি চলেছি নিশিদিন বরশা হাতে, ভরসা প্রাণে, সদাই নিরুদ্দেশ মরুর ঝড় যেমন বহে সকল বাধাহীন। সারমর্ম: বাঙালি জাতি স্বভাবতই শান্তিপ্রিয়, অলস, কর্মহীন। এরা সর্বদা আরাম-আয়েশে জীবন কাটিয়ে দিতে চায়, কিন্তু এর জন্য পরিশ্রম করে না। এ জীবনের চেয়ে আরব বেদুঈনের মতো সাহসী, কর্মঠ ও সং

No comments:

Post a Comment