Sunday, December 10, 2017

সারমর্ম ভালবাসি এই সুন্দর ধরণীরে, ভালবাসি এই সুন্দর ধরণীরে, ভালবাসি তার সব ধূলিবালি মাটি, আমার প্রাণের সকল অশ্রু নীরে কেমন করিয়া লাগিল সোনার কাঠি। অশ্রু-কণা মুক্তার মত জ্বলে ভরিল হৃদয় আনন্দ কোলাহলে আলোক আসিয়া হৃদয়ে বাজায় বাঁশী, সুনীল গগন ভরিয়া উঠিল গানে, সুন্দর লাগে নয়নে রবির হাসি, গভীর লাগে নয়নে রবির হাসি, গভীর হরষ উছসি উঠিছে প্রাণে, যে দিকে তাকাই পুলকে সকল হিয়া উঠে শাস্তির সংগীতে মুখরিয়া। সারমর্ম: এই সুন্দর পৃথিবীর ধূলাবালি, মাটি, রূপ-রস সবকিছুকেই কবি ভালোবাসেন। প্রকৃতির অনির্বচনীয় সৌন্দর্যে তাঁর মন পুলকিত হয়। শান্ত স্নিগ্ধ প্রকৃতি তাঁর হৃদয়ে শান্তির ধারা প্রবাহিত করে।

No comments:

Post a Comment