Sunday, December 10, 2017

সারমর্ম বাড়ছে দাম বাড়ছে দাম অবিরাম চালের ডালের তেলের নূনের হাঁড়ির বাড়ির গাড়ির ছনের। আলু মাঙ্গা বালু মাঙ্গা, কাপড় কিনতে লাগে দাঙ্গা, উঠছে বাজার হু-হু করে সব কিছুর আঁখের শাকের কাঠের পাটের আম লিচুর। খাওয়ার জিনিস শোয়ার জিনিস পরার জিনিস মরার জিনিস কিছু ছোঁয়ার সাধ্যি নাই। ঘাটতি কেবল যেদিক চাই। অভাব শুধু নাই মানুষের চাই কত মণ, চাই কত সের, আন্ডা চাও বাচ্চা চাও জোয়ানে বুড়ো-আসল ফাও চাহিদা নাই মানুষগুলোর। কেবলি তার পড়ছে বাজার। সারমর্ম: মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য দিন দিন বেড়েই যাচ্ছে। এতে মানবজীবনে দুঃখ ও কষ্ট বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যাদের সুখ সমৃদ্ধির জন্য এই দ্রব্যাদি, সেই মানুষের মূল্যই কমে যাচ্ছে।

No comments:

Post a Comment