Sunday, December 10, 2017

সারমর্ম বসুমতী কেন তুমি এতই কৃপণা? বসুমতী কেন তুমি এতই কৃপণা? কত খোঁড়া খুঁড়ি করে পাই শস্যকণা। দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস, কেন এ মাথার ঘাম পায়েতে বহাস? বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কহে বসুমতি- আমার গৌরব তাতে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে একেবারে ছাড়ে। সারমর্ম: পরিশ্রমের মাধ্যমে অর্জিত ফসল মানুষের কাছে অত্যন্ত মূল্যবান। পরিশ্রম ছাড়া মাটিতে ফসল জন্মালে মানুষের কৃতিত্ব ক্ষুন্ন হয়, এ গৌরব পৃথিবীর। তেমনিভাবে অন্যের দয়া আর করুণার মধ্য দিয়ে যে প্রাপ্তি, তাতে ব্যক্তির কোনো গৌরব নেই, গৌরব দাতার। আর মানুষের জন্য এই বিনাশ্রমে প্রাপ্তির চেয়ে লজ্জাজনক আর কিছু নেই।

No comments:

Post a Comment