সারমর্ম
আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত,
আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, 
গিরি-গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত, 
সৃজিব জগৎ বিচিত্রতর বীর্যবান, 
তাজা জীবন্ত সে নব সৃষ্টি শ্রম-মহান। 
চলমান বেগে প্রাণ উচ্ছল 
রে নবযুগের স্রষ্টাদল 
জোর-কদম চলরে চল। 
সারমর্ম: তারুণ্যে উদ্দীপ্ত তরুণ সমাজ ঘুণেধরা অতীতকে পেছনে ফেলে নব উদ্যমে সৃষ্টির উম্মাদনায় এগিয়ে যায়। তারা সৃষ্টি করবে নতুন জগৎ। এই প্রেরণায় বিপ্লবী হয়ে সম্মুখে অগ্রসর হয়।
Subscribe to:
Post Comments (Atom)
 


 
No comments:
Post a Comment