ইউটিউব চ্যানেল খোলা সমাধান-১
১। প্রথমে আপনার জিমেইল (Gmail) একাউন্টে লগইন করুন। জিমেইল একাউন্ট না থাকলে ব্রাউজারে gmail.com লিখে সার্চ করুন। তারপর প্রয়োজনীয় তথ্য (যেমন – নাম, জন্মতারিখ ইত্যাদি) প্রদান করে একাউন্ট খুলে ফেলুন।
সর্তকতাঃ আপনার জন্মতারিখ অনুযায়ী আপনার বয়স যেনো কমপক্ষে ১৮ হয়। তা না হলে আপনি ভিডিওতে অ্যাডস্ বসাতে পারবেন না।
২। আপনার জিমেইল একাউন্ট খোলা হয়ে গেছে। জিমেইলে লগইন থাকা অবস্থায় আপনি সরাসরি youtube.com এ চলে যান। ডানপাশের উপরের Sign in বাটনে ক্লিক করলে এটি আপনাকে নিজে থেকেই সাইন ইন / লগইন করে নিবে।
No comments:
Post a Comment