Sunday, December 10, 2017

সারমর্ম কহিল গভীর রাত্রে সংসার বিরাগী কহিল গভীর রাত্রে সংসার বিরাগী ‘গৃহ তেয়াগিব আমি ইষ্ট-দেব লাগি। কে আমারে ভুলাইয়া রেখেছে এখানে!” দেবতা কহিলা, “আমি।” শুনিল না কানে। সুপ্তিমগ্ন শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে। কহিল, “কে তোরা, ওরে মায়ার ছলনা।” দেবতা কহিলা, “আমি”। কেহ শুনিল না। ডাকিল শয়ন ছাড়ি, “তুমি কোথা প্রভু!” দেবতা কহিলা, “হেথা”। শুনিল না তবু। স্বপনে কাঁদিল শিশু জননীরে টানি, দেবতা কহিলা, “ফির”। শুনিল না বাণী। দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন, “হায়, আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়!” সারমর্ম: স্রষ্টার কাছে প্রিয় তাঁর সৃষ্টি। তাই তাঁর সৃষ্টিকে ভালোবাসলে তাঁকে পাওয়া যায়। তাই সংসার ধর্ম ত্যাগ করে কখনো স্রষ্টাকে পাওয়া যাবে না। বরং গৃহে থেকেই স্রষ্টার সাধনা করা যায়।

No comments:

Post a Comment