Sunday, December 10, 2017

সারমর্ম কহিল মনের খেদে মাঠ সমতল কহিল মনের খেদে মাঠ সমতল মাঠ ভারে দেই আমি কত শস্য ফল; পর্বত দাঁড়ায়ে রহে কি জানি কি কাজ পাষাণের সিংহাসনে তিনি মহারাজ। বিধাতার অবিচারে কেন উঁচু নিচু, সে কথা বুঝিতে আমি নাহি পারি কিছু। গিরি কহে, “সব হলে সমভূমি পারা নামিত কি ঝরনার সুমঙ্গল ধারা?” সারমর্ম: এ বিশ্বসংসারে সবাই একই রকম কর্তব্য পালন করে না। তাই বলে কাউকে ছোট বা অপ্রয়োজনীয় মনে করা যাবে না। বরং যে কেউ, যে অবস্থাতেই থাকুক না কেন সবাইকে তার দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। কারণ সবকিছুরই একে অপরের প্রতি একটা যোগসূত্র আছে।

No comments:

Post a Comment