Sunday, December 10, 2017

সারমর্ম জীবনে যত পূজা হলো না সারা জীবনে যত পূজা হলো না সারা জানি হে, জানি তাও হয়নি হারা। যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে যে নদী মরুপথে হারালো ধারা জানি হে, জানি তাও হয়নি হারা। জীবনে আজো যারা রয়েছে পিছে জানি হে, জানি তাও হয়নি মিছে আমার অনাগত আমার অনাহত তোমার বীণাতারে বাজিছে তারা জানি হে, জানি তাও হয়নি হারা। সারমর্ম: এ বিশ্ব জগতে কোনো কর্মই তুচ্ছ বা মূল্যহীন নয়। আমরা দৈনন্দিন জীবনে অনেক কর্ম শুরু করে এর গুরুত্ব বিবেচনা না করে অসমাপ্ত রেখে দেই। কিন্তু এই অসমাপ্ত কাজের ভেতরেই হয়তো সুপ্ত আছে ভাবীকালের সম্ভাবনা। তাই ভবিষ্যতের সম্ভাবনাময় জীবনের জন্য অসমাপ্ত কাজের প্রতি হতাশ হওয়ার কোনো অবকাশ নেই।

No comments:

Post a Comment