Sunday, December 10, 2017

সারমর্ম জাতিতে জাতিতে ধর্মে নিশিদিন হিংসা ও বিদ্বেষ জাতিতে জাতিতে ধর্মে নিশিদিন হিংসা ও বিদ্বেষ মানুষে করিছে ক্ষুদ্র, বিষাইছে বিশ্বের আকাশ, মানবতা মহাধর্ম রোধ করি করিছে উল্লাস বর্বরের হিংস্র নীতি, ঘৃণা দেয় বিকৃত নির্দেশ। জাতি-ধর্ম-দেশ উর্ধ্বে ঘৃণা উর্ধ্বে পাচ্ছ যেই দেশ, সেথায় সকলে এক, সেথায় মুক্ত সত্যের প্রকাশ, মানবসভ্যতা সেই মুক্ত সত্য লভুক বিকাশ, মহৎ সে মুক্তি-সংজ্ঞা মঙ্গল সে নির্বার অশেষ। জাতি-ধর্ম-রাষ্ট্র ন্যায় সকলি যে মানুষের তরে মানুষ সবার উর্ধ্বে নহে কিছু তাহার অধিক। সারমর্ম: মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ বিরাজমান তার মূল কারণ ধর্মীয় ও জাতিগত পার্থক্য। অথচ যেখানে মানবধর্মই বড় ধর্ম, সেখানে জাতিগত বিভেদের কারণে মানবতা ধুলায় লুণ্ঠিত। তাই মানুষে মানুষে, জাতিতে জাতিতে ধর্মীয় সংঘাত পরিহার করে পৃথিবীর মঙ্গল নিশ্চিত করতে মানবতাকেই দেশকালের ঊর্ধ্বে স্থান দিতে হবে।

No comments:

Post a Comment