সারমর্ম ধান করো, ধান হবে, ধুলোর সংসারে এই মাটি ধান করো, ধান হবে, ধুলোর সংসারে এই মাটি তাতে যে যেমন ইচ্ছা খাটি। বসে যদি থাক তবু আগাছায় ধরে কিছু ফুল হলদে-নীল তারি মধ্যে, রুক্ষ মাটি তবু নয় ভুল ভুল থেকে সরে সরে অন্য কোন নিয়মের চলা, কিছু না কিছুর খেলা, থেমে নেই হওয়ার শৃঙ্খলা, সৃষ্টি মাটি এত মত। তাইতো আরও বেশি ভাবি ফলাবো না কেন তবে আশ্চর্যের জীবনের দাবি। সারমর্ম: জগৎ ও জীবন চলমান। চলমান এই জীবনে মানুষ নিজ খুশি মতো পরিশ্রম করে এবং তার ফল লাভ করে। পরিশ্রম না করলেও জীবন পৃথিবীর নিয়মে চলতে থাকবে। কিন্তু পরিশ্রম করাটাই বাঞ্ছনীয়। কারণ এর মাধ্যমেই জীবন সার্থক ও সুন্দর হয়ে ওঠে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment