Sunday, December 10, 2017

সারমর্ম নর কহে ধূলিকণা, তোর জন্ম মিছে, নর কহে ধূলিকণা, তোর জন্ম মিছে, চিরকাল পড়ে রলি চরণের নিচে। ধূলিকণা কহে, ভাই, কেন কর ঘৃণা? তোমার দেহের আমি পরিণাম কিনা। মেঘ বলে সিন্ধু তব জনম বিফল পিপাসায় দিতে নার এক বিন্দু জল। সিন্ধু বলে পিতৃনিন্দা কর কোন মুখে? তুমিও অপেয় হবে পড়িলে এ বুকে। সারমর্ম: মানুষ যখন নিচু অবস্থান থেকে উঁচু অবস্থানে উন্নীত হয় তখন সে স্বভাবতই ভুলে যায় তার অতীতকে। এ ধরনের মানুষ তার অতীতকে স্বীকার তো করেই না বরং নানাভাবে তাকে অবহেলা করে। সে ভুলে যায় তার আপন অস্তিÍত্বকে, আপন উত্থানের শক্তিকে। এ ধরনের মানসিকতা কোনো সমাজেই কাম্য নয়।

No comments:

Post a Comment