Sunday, December 10, 2017

সারমর্ম নমি আমি প্রতিজনে, আদ্বিজ চন্ডাল, নমি আমি প্রতিজনে, আদ্বিজ চন্ডাল, প্রভু, ক্রীতদাস। সিন্ধুমূলে জলবিন্দু-বিশ্বমূলে অণু; সমগ্রে প্রকাশ। নমি কৃষি তন্তুজীবী স্থপতি, তক্ষক, কর্ম, চর্মকার। অদ্রিতলে শিলাখন্ড- দৃষ্টি অগোচরে বহু অদ্রি-বার। কত রাজ্য, কত রাজা গড়িছ নীরবে হে পূজা, হে প্রিয়। একত্বে বরেণ্য তুমি, শরণ্য এককে- আত্মার আত্মীয়। সারমর্ম: বিন্দু থেকেই সিন্ধুর সৃষ্টি। ঠিক তেমনিভাবে একটি সভ্যতা প্রতিটি শ্রেণি-পেশার মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র অবদানের সম্মিলনে গড়ে ওঠে। তাই কোনো মানুষকে ছোট ভাবা বা অস্বীকার করার উপায় নেই। এই মানবসমাজের প্রতিটি মানুষকে তাই সমানভাবে সম্মান, শ্রদ্ধা করতে হবে।

No comments:

Post a Comment