Sunday, December 10, 2017

সারমর্ম আমি যেন কোন এক বসন্তের রাতের জোনাকি, আমি যেন কোন এক বসন্তের রাতের জোনাকি, অথবা দিনের শেষে কোন নীল আকাশের পাখি, আমি যেন ছোট নদী বুকভরা ছোট ছোট ঢেউ, সে নদীতে স্নান করে গাঁয়ের মেয়েরা কেউ কেউ। আমি যেন কোন এক পথশ্রান্ত অচেনা পথিক, দুদ- তাকিয়ে থাকি যে-আকাশ আলো ঝিকমিক, আমি যেন কত বন, কত মেঘ, বালুতীর, অথবা অনেক রাতে একমুঠো চাঁদের আবির। সারমর্ম: সৌন্দর্যময় এ পৃথিবী সকল নৈসর্গিক উপাদানে সমৃদ্ধ। এই অনুপম প্রাকৃতিক সৌন্দর্য অনন্তকাল ধরে কবিচিত্তে হিল্লোল তুলছে। এরই বহিঃপ্রকাশ কবির নানা অনুষঙ্গে।

No comments:

Post a Comment