Sunday, December 10, 2017

সারমর্ম আমি মরু-কবি গাহি সেই বেদে-বেদুঈনদের গান, আমি মরু-কবি গাহি সেই বেদে-বেদুঈনদের গান, যুগে যুগে যারা করে অকারণ বিপ্লব-অভিযান জীবনের আতিশয্যে যাহারা দারুণ উগ্র সুখে সাধ করে নিল গরল-পিয়ালা, বর্শা হানিল বুকে। আষাঢ়ের গিরি-নিঃস্রাব-সম কোন বাধা মানিল না, বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা, কূপ-মন্ডুক ‘অসংযমী’র আখ্যা দিয়াছে যারে। তারি তরে ভাই গান রচে যাই, বন্দনা করি তারে। সারমর্ম: কবি সেই সব মানুষের বন্দনা করেছেন যারা যুগে যুগে নিয়ে আসে বিপ্লব, করেছেন আত্মত্যাগ। কিন্তু সংকীর্ণমনারা এদেরকে উচ্ছৃঙ্খল বলে আখ্যা দিয়েছে। প্রকৃতপক্ষে এরাই নন্দিত, বন্দনীয় পূজনীয়।

No comments:

Post a Comment