Sunday, December 10, 2017

সারমর্ম এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময়, এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সব তুচ্ছ ভয় লোকভয়, রাজভয়, মৃত্যুভয় আর দীনপ্রাণ দুর্বলের এ পাষাণভার, এই চিরপেষণযন্ত্রণা, ধূলিতলে এই নিত্য অবনতি, দন্ডে গলে পরে এই আত্ম-অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ততলে বারংবার মনুষ্য-মর্যাদা-গর্ব চির পরিহার এ বৃহৎ লজ্জারাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো। মঙ্গলপ্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক-মাঝে, উন্মুক্ত বাতাসে। সারমর্ম: লোকনিন্দা, ক্ষমতা ও মৃত্যুর ভয় মানুষের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্থ করে। পরাধীনতার শৃঙ্খল ব্যক্তিত্বকে আঘাত করে আত্মাকে দুর্বল করে ফেলে। সুতরাং স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াতে হলে মনের ভেতরের সকল প্রতিকূলতাকে দূর করতে হবে।

No comments:

Post a Comment