Sunday, December 10, 2017

সারমর্ম এ জীবনে যে যাহারে প্রাণ ভরি ভালবাসিয়াছে এ জীবনে যে যাহারে প্রাণ ভরি ভালবাসিয়াছে উচ্চ হোক তুচ্ছ হোক দূরে কিংবা থাক তাহা কাছে, পাত্র বা অপাত্র হোক, প্রেমেই প্রেমের সার্থকতা; বিশ্বজয়ী প্রেম কভু বিশ্ব মাঝে জানে না ব্যর্থতা। প্রেমিকের অশ্রুজলে মন্দাকিনী চির-প্রবাহিত, প্রণয়ীর দীর্ঘশ্বাসে স্বর্গে গিয়া হয় সে বঞ্চিত, সত্যের নিষ্ফল-প্রেম স্বর্গে গিয়া হয় সে সফল, নন্দন-মান্দারে রয় প্রণয়ের পরিমল।” সারমর্ম: প্রেম সার্থকতা খুজে পায় প্রেমের মাঝেই। প্রেমে ব্যর্থতা বলতে কিছু নেই। প্রেমিকের অশ্রু আর প্রেমিকার দীর্ঘশ্বাস স্বর্গের উদ্যানে ফুল হয়ে ফোটে। মর্ত্যলোকে যে প্রেমকে নিস্ফল মনে হয়, তা সুশোভিত হয় স্বর্গের নন্দন কাননে।

No comments:

Post a Comment