eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, December 10, 2017

সারমর্ম মরুভূমির গোধূলির অনিশ্চয় অসীমে হারালো? মরুভূমির গোধূলির অনিশ্চয় অসীমে হারালো? আকস্মাৎ বিভীষিকা সমুদ্রের তরঙ্গে তরঙ্গে মূর্ছাহত বালুকণা জাগলো কি মৃত্যুর আহ্বান? অন্ধকারে প্রেতদল পথপাশে অট্টহাসে কেন? কঙ্কালের শ্বেত নগ্ন অস্তি-গহ্বরে প্রাণঘাতী বীভৎস রাগিণী? মৃত্যু-শঙ্কা মূর্চ্ছনা গ্লানি আচ্ছন্ন গগন, মানুষের দুরাশার অভিযানে টানি দিল ছেদ? অদৃশ্য আলোর দীপ্তি অজানিত কোন নভস্থলে সহসা চমকি ওঠে উদ্ভাসিয়া অন্তরের ছায়া? মরুভূমি পরপারে কোথা স্বর্ণদ্বীপ প্রলোভন-সব রক্তে ছন্দে দেয় আনি; তারি পানে উন্মীলিয়া সকল হৃদয় গোধূলির অন্ধকারে তিমির রাত্রির বক্ষ ভেদি, পথহীন প্রান্তরে নামহীন বিপদে উত্তরি, অজ্ঞাত উষার পানে কারাভাঁর যাত্রা হল শুরু? সারমর্ম: মানুষের জীবন নানা প্রতিকূলতায় পরিপূর্ণ। মরুভূমির পথে যাত্রার মতো তার জীবনের পথেও আছে নানা বাধা-বিঘ্ন, আছে মৃত্যুর ভয়। এতে মানুষের যাত্রা বার বার ভঙ্গ হয়। তারপরও নতুন ভোরের আশায় মানুষ মৃত্যুকে উপেক্ষা করে সেই অনিশ্চিত পথেই ধাবিত হয়।

No comments:

Post a Comment