eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Friday, December 15, 2017

বড় বাক্য পড়া শিখি___


A notable example of his perseverance and determination to not be intimidated was when he had to face a violent clash between transport workers and police while trying to free the busy road in front of Tejgaon Truck Terminal from illegal parking.
মাথার উপর দিয়ে গেছে নিশ্চই____প্রথমে বার বার পড়ে অন্তত মাথার উপর দিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। আসুন ভেঙ্গে ভেঙ্গে পড়ে মাথার ভিতরে নিই।

a) A notable example [একটি উল্লেখযোগ্য উদাহরণ] কিসের??
b) of his perseverance and determination [তার অধ্যাবসায় ও দৃঢ়তার] কোথায়??
c) to not be intimidated  [ভীত বা আতঙ্কিত না হওয়াতে]
d) was [ছিল/হল]
e) when he had to face a violent clash [যখন তাকে একটি সহিংস সংঘর্ষ মোকাবেলা করতে হয়েছিল] সংঘর্ষ কার কার মধ্যে হল?
f) between transport workers and police[পরিবহন শ্রমিক ও পুলিশের মধ্যে] সংঘর্ষ কি নিয়ে বা কখন হল?
g) while trying to free the busy road in front of Tejgaon Truck Terminal from illegal parking.[তেঁজগাও ট্রাক টার্মিনালের সামনের ব্যস্ত রাস্তাটি অবৈধ পার্কিং হতে মুক্ত করার চেষ্টাকালে]

"তেঁজগাও ট্রাক টার্মিনালের সামনে অবস্থিত ব্যস্ত রাস্তাটির অবৈধ পার্কিং উচ্ছেদকালে  পরিবহন শ্রমিক ও পুলিশের মধ্যে যে সহিংস সংঘর্ষটা হয়েছিল সেই  সংঘর্ষ মোকাবেলা করা তার অধ্যাবসায় ও দৃঢ়তার এক উল্লেখযোগ্য উদাহরণ ছিল।"

No comments:

Post a Comment