Sunday, December 10, 2017

সারমর্ম আসিতেছে শুভ দিন আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িতেছে দেনা শুধিতে হইবে ঋণ। হাতুড়ি, শাবল, গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড়-কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, তোমাদের সেবিতে হইল যাহারা মজুর,মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। সারমর্ম: দিনে দিনে শ্রমিকদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানব সভ্যতা। কিন্তু এই শ্রমজীবী মানুষ শোষিত, বঞ্চিত, ও অবহেলিত। তবে শ্রমজীবী মানুষদের যারা শোষণ করছে তাদের দিন শেষ হয়ে আসছে। কেননা, শ্রমজীবীদের নব উত্থানের সূচনা আসন্ন।

No comments:

Post a Comment