Sunday, December 10, 2017

সারমর্ম ইচ্ছা করে মনে মনে ইচ্ছা করে মনে মনে স্বজাতি হইয়া থাকি সর্বলোক সনে দেশে দেশান্তরে; উষ্ট্রদুগ্ধ করি পান মরুতে মানুষ হই আরব সন্তান দুর্দম স্বাধীন, তিব্বতের গিরিতটে নির্লিপ্ত প্রস্তুরপুরী মাঝে, বৌদ্ধ মঠে করি বিচরণ। দ্রাক্ষাপায়ী পারসিক গোলাপ কাননবাসী তাতার নির্ভীক অশ্বারূঢ়, শিষ্টাচারী সতেজ জাপান প্রবীণ প্রাচীন চীন নিশি দিনমান কর্ম-অনুরত,-সকলের ঘরে ঘরে জন্মলাভ করে লই হেন ইচ্ছা করে। সারমর্ম: পৃথিবীর প্রতিটি মানুষকে ভালোবাসার মধ্য দিয়েই মানবজীবন সার্থক হয়ে ওঠে। তাই প্রকৃত মানবপ্রেমিকগণ পৃথিবীর প্রতিটি অঞ্চলের মানুষকে অনুভব করেন আত্মীয় হিসেবে। আর এভাবেই প্রতিটি ঘরে ঘরে জন্মলাভ করে নিজেকে বিশ্বসভ্যতার অঙ্গনে ছড়িয়ে দিতে চান।

No comments:

Post a Comment