Sunday, December 10, 2017

সারমর্ম আমি আলো এবং অন্ধকারকে চিনি আমি আলো এবং অন্ধকারকে চিনি ফুল এবং পাখিকে চিনি সামান্য স্তন্যপ্রায়ী থেকে বহুভোজী বহু প্রাণী চিনি; শ্রমে প্রেমে ক্রোধে প্রতিশোধে মানুষের মত কেউ নয়। গড়ে ওঠে অরণ্যভোগী লোকালয় -মানুষের শ্রমে, গড়ে ওঠে মধুকুঞ্জ বংশধারা মানুষের প্রেমে কামে, জ্বলে ওঠে দাবানল -মানুষের ক্রোধে, লোকালয় অরণ্য হয় -মানুষের ঘৃণায়, প্রতিশোধে। সারমর্ম: প্রাণিজগতের মধ্যে মানুষই সর্বশ্রেষ্ঠ। অরণ্যঘেরা পৃথিবীতে তিলে তিলে মানুষ গড়ে তুলেছে সভ্যতা। আবার মানুষের ক্রোধেই দাবানলের মতো জ্বলে পুড়ে সভ্যতার বিনাশ ঘটে।

No comments:

Post a Comment