নিম্নোক্ত Noun-গুলো plural-এ ব্যবহৃত হতে পারে নাঃ
514) Advice
Don’t say: Nick gave me some good advices.
Say: Nick gave me some good advice.
Note: যখন কেবল একটি উপদেশ নির্দেশিত হয়, তখন আমরা বলিঃ a piece of advice, যেমনঃ Let me give you a piece of advice.
515) Information
Don’t say: Can you give me any informations?
Say: Can you give me any information?
Note: যখন কেবল একটি তথ্য নির্দেশিত হয়, তখন আমরা বলিঃ an item or a bit of information, যেমনঃ He gave me a useful item of information.
516) Furniture
Don’t say: Furnitures are often made of wood.
Say: Furniture is often made of wood.
Note: Furniture হল- একটি noun, যা সর্বদা singular verb এবং pronoun গ্রহণ করে, A piece of furniture কেবল একটি মাত্র বস্তুকে নির্দেশ করে।
517) Luggage
Don’t say: Her luggages are at the station.
Say: Her luggage is at the station.
Note: Luggage-এর জন্য ব্যবহৃত অন্য একটি শব্দ হল baggage. এদের কোনটিই plural হতে পারে না, যেমনঃ The baggage is ready for the tram.
518) Damage
Don’t say: The fire caused many damages.
Say: The fire caused much damage.
Note: Plural form, damages ক্ষতিপূরণের জন্য অর্থ দণ্ড দেওয়া নির্দেশ করে, যেমনঃ The insurance company paid the man damages.
519) Work
Don’t say: Today I’ve many works to do.
Say: Today I’ve a lot of work to do.
Note: Plural form, works- একটি কারখানা বা একজন লেখকের সাহিত্যকর্মকে নির্দেশ করে, যেমনঃ The works of Shakespeare are many, I visited the steel works.
520) Character
Don’t say: The school builds good characters.
Say: The school builds good character.
Note: Plural form ‘characters’ বর্ণমালার বর্ণগুলোকে, উপন্যাস বা নাটকের চরিত্রগুলোকে নির্দেশ করে।
521) Hair
Don’t say: That man has long hairs.
Say: That man has long hair.
Note: কিন্তু যখন hair একক চুলকে নির্দেশ করতে ব্যবহৃত হয় তখন plural form-টি হয় hairs. যেমনঃ I found two long hairs in my food.
522) Bread
Don’t say: Breads are sold at the baker’s.
Say: Bread is sold at the baker’s.
Note: তবে আমরা বলতে পারি a loaf of bread এবং loaves of bread, যেমনঃ I bought a loaf (two, three etc. loaves) of bread.
523) Fish
Don’t say: Yesterday we had fishes for dinner.
Say: Yesterday we had fish for dinner.
Note: Fish খাদ্য হিসেবে বা প্রচুর পরিমাণে বুঝালে সর্বদা singular হয়। Plural form-টি (fishes) বর্তমানে কদাচিৎ ব্যবহৃত হয় এবং মাছকে স্বতন্ত্রভাবে নির্দেশ করে। যেমনঃ I caught three small fishes.
524) Fruit
Don’t say: We didn’t have many fruits this summer.
Say: We didn’t have much fruit this summer.
Note: Plural form ‘fruits’ কদাচিৎ ব্যবহৃত হয় এবং বিভিন্ন প্রকার ফল-কে বোঝায়, যেমনঃ Cyprus produces oranges, apricots and other fruits.
525) Grass
Don’t say: The dog lay down on the grasses.
Say: The dog lay down on the grass.
526) Dozen
Don’t say: I want to buy three dozens eggs.
Say: I want to buy three dozen eggs.
527) Hundred
Don’t say: The town has fifty thousands people.
Say: The town has fifty thousand people.
Note: Hundred, thousand এবং million ইত্যাদির plural রূপ ধারণ করে, যদি এদের পূর্বে কোন numeral বা a না থাকে। যেমনঃ Thousands of people were present.
528) Sheep
Don’t say: Ten sheeps are grazing the field.
Say: Ten sheep are grazing in the field.
Note: Sheep, deer, salmon এবং স্বল্প সংখ্যক অন্যান্য noun-গুলোর singular এবং plural- এর জন্য একই form রয়েছে। সুতরাং আমরা বলি, one sheep বা ten sheep.
529) Knowledge
Don’t say: Karen has good knowledges of history.
Say: Karen has a good knowledge of history.
530) Progress
Don’t say: Tom has made great progresses.
Say: Tom has made great progress.
531) Thunder এবং Lightning
Don’t say: There were thunders and lightnings.
Say: There was thunder and lightning.
Note: যখন কেবল একটিমাত্র বস্তুকে বুঝানো হয়, আমরা বলি- a clap of thunder এবং a flash or bolt of lightning.
532) Machinery
Don’t say: They’re now using new machineries.
Say: They’re now using new machinery.
Note: Machinery হল- একটি singular noun এবং সর্বদা singular verb এবং pronoun গ্রহণ করে। তবে আমরা বলতে পারি, a piece of machinery বা pieces of machinery.
533) Mathematics +singular verb
Don’t say: Mathematics are not easy to learn.
Say: Mathematics is not easy to learn.
Note: শব্দের শেষে –ics যুক্ত বিষয়সমূহ (mathematics, physics, politics, gymnastics- এর মত) সাধারণত একটি singular verb গ্রহণ করে।
534) Money+singular verb
Don’t say: All her money are kept in the bank.
Say: All her money is kept in the bank.
Note: Money হল একটি singular noun এবং সর্বদা একটি singular verb ও pronoun গ্রহণ করে।
535) News+singular verb
Don’t say: I’m glad that the news are good.
Say: I’m glad that the news is good.
Note: News যদিও plural form, তথাপি সর্বদা singular verb গ্রহণ করে। যদি কেবল একটি মাত্র সংবাদকে বুঝায়, তবে আমরা বলিঃ a piece or an item of news, যেমনঃ This is a good piece of news.
নিম্নোক্ত Noun-গুলো singular রূপে ব্যবহৃত হতে পারে নাঃ
536) Scissors + plural verb
Don’t say: The scissor is lying on the table.
Say: The scissors are lying on the table.
Note: দুটি অঙ্ক বিশিষ্ট বস্তুগুলো (scissors, trousers, spectacles, shears, pliers এদের মত) plural verb গ্রহণ করে। তবে আমরা বলতে পারি, a pair of (scissors etc.) is…
537) People + plural verb
Don’t say: There is lots of people in the cinema.
Say: There are lots of people in the cinema.
Note: People অর্থ জাতি, এটি হল singular; plural রূপটি হল peoples, যেমনঃ The Greeks are a brave people. The peoples of Europe are often engaged in war.
538) Clothes+plural verb
Don’t say: Your cloth is very fashionable.
Say: Your clothes are very fashionable.
Note: Cloth অর্থ কাপড় (উপাদান), যা হতে পোশাক তৈরি হয়, এটির singular এবং plural রূপ হল, cloths (s-এর পূর্বে e ব্যতীত), যেমনঃ She cleaned the table with a cloth; Merchants sell different kinds of cloths.
539) Riches + plural verb
Don’t say: All her riches was stolen.
Say: All her riches were stolen.
Note: Riches হল একটি plural noun এবং সর্বদা plural verb গ্রহণ করে।
540) Wages + plural verb
Don’t say: Keith complains that his wage is low.
Say: Keith complains that his wages are low.
Note: Wages হল একটি plural noun এবং সর্বদা plural verb গ্রহণ করে, তবে আমরা বলি, a living wage.
541) Billiards
Don’t say: Billiard is a very difficult game.
Say: Billiards is a very difficult game.
Note: Billiards, draughts, darts-এরা সর্বদা plural, কিন্তু এদের পরে singular verb বসে।
542) Plural এর সাথে adjective এর অপব্যবহারঃ
Don’t say: The rich have a duty to help the poors.
Say: The rich have a duty to help the poor.
Note: বিশেষণ বহুবাচক হতে পারে না, যদিও তারা বহুবাচকে বিশেষ্য স=হিসেব ব্যবহার হয়। (Adjectives can’t take the plural form, even when they’re used as nouns in the plural.)
543) Plural verb এর সাথে as well as এর অপব্যবহারঃ
Don’t say: Tom as well as Mark are coming.
Say: Tom as well as Mark is coming.
Singular nouns, as well as দ্বারা যুক্ত হলে এদের পরে verb-টি singular হয়।
544) Plural verb এর সাথে all (=everything) এর অপব্যবহারঃ
Don’t say: Nothing’s left; all are lost.
Say: Nothing’s left; all is lost.
All অর্থ সবকিছু (everything), এটি একটি singular verb গ্রহণ করে, আবার all অর্থ- প্রত্যেক ব্যক্তি (everybody), এটি একটি plural verb গ্রহণ করে। যেমনঃ All of us are present.
545) Plural এর অপকারিতা kind of sort এর পূর্বেঃ
Don’t say: I don’t like these kind of games.
Say: I don’t like this kind of game.
Or: I don’t like games of this kind.
Note: নির্দেশমূলক (demonstrative) শব্দ অবশ্যই বিশেষ্যের সাথে একমত হবে।
545) Plural এর অপকারিতা kind of sort এর পূর্বেঃ
Don’t say: I don’t like these kind of games.
Say: I don’t like this kind of game.
Or: I don’t like games of this kind.
Note: নির্দেশমূলক (demonstrative) শব্দ অবশ্যই বিশেষ্যের সাথে একমত হবে।
546) ভাষা (Language)-এর নামের সাথে Plural (verb) এর অপব্যবহারঃ
Don’t say: English are easier than German.
Say: English is easier than German.
ভাষার নামগুলো হল Singular এবং সর্বদা গ্রহণ করে একটি singular verb.
547) Singular এর সাথে one এবং one এর রূপগুলোর অপব্যবহারঃ
Don’t say: I read it in one and a half hour.
Say: I read it in one and a half hours.
ইংরেজিতে, One এর চেয়ে বৃহৎ কোন কিছুর সাথে অবশ্যই plural ব্যবহৃত হবে, সেটা two এর চেয়ে ছোট হলেও।
548) Plural collective এর সাথে singular (verb) এর অপব্যবহারঃ
Don’t say: The class was divided in its opinion.
Say: The class were divided in their opinions.
একটি Collective noun সাধারণত একটি singular verb গ্রহণ করে। তবে যখন এটি একটি group-এর স্বতন্ত্র (স্বাধীন) সদস্যবর্গকে নির্দেশ করে এবং অবিভক্ত group হিসেবে বিবেচ্য হয় না, তখন অবশ্যই ব্যবহৃত হবে একটি plural verb.
549) The number এবং A number
a) The number
Don’t say: The number of pupils are increasing.
Say: The number of pupils is increasing.
b) A number
Don’t say: A number of pupils is absent today.
Say: A number of pupils are absent today.
যখন Number এর পূর্বে the বসে, তখন এটি একটি একককে নির্দেশ করে এবং singular হয়। যখন number-এর পূর্বে a বসে, তখন এটি কতিপয় বা অনেক অর্থ নির্দেশ করে এবং plural হয়।
550) These এর জন্য This এর অপব্যবহারঃ
Don’t say: This errors are sometimes made by foreigners.
Say: These errors are sometimes made by foreigners.
Note: ব্যক্তিবাচক সর্বনাম (pronoun)-এর ক্ষেত্রে this এর ব্যবহার এড়িয়ে চলতে হবে।
551) There are এর জন্য There is এর অপব্যবহারঃ
Don’t say: There is some girls waiting outside.
Say: There are some girls waiting outside.
There is এর পরের noun টি plural number-এ হলে এটি there are এ পরিবর্তিত হয়।
552) You were এর জন্য You was এর অপব্যবহারঃ
Don’t say: You was very foolish to do that.
Say: You were very foolish to do that.
Was হল- singular এবং were হল- plural, তবে ‘you’ Pronoun-টির সাথে আমরা সর্বদা were ব্যবহার করি, এমনকি এর অর্থ singular হলেও।
Note: তবে শর্তগুলোতে এবং ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে were; singular এর সাথেও ব্যবহৃত হতে পারে। যেমনঃ If I were you, I’d go, I wish I were rich.
553) Lives এর জন্য life এর অপব্যবহারঃ
Don’t say: Many people lost their life at sea.
Say: Many people lost their lives at sea.
ইংরেজিতে Life, heart, soul, body, mind এদের মত word-গুলো যখন একাধিক ব্যক্তিকে নির্দেশ করে তখন এরা plural হিসেবে ব্যবহৃত হয়।
554) Agreement of number-এ noun এবং verb-এর মতানৈক্যঃ
Don’t say: A large supply of toys are expected.
Say: A large supply of toys is expected.
যখন Subject-টি singular হয় তখন verb-টি অবশ্যই singular হবে এবং কোন subject, plural হলে verb-টি অবশ্যই plural হবে। উপরের উদাহরণটির মতো, যখন কোন plural noun, একটি singular subject এবং verb-এর মাঝে বসে, তখন অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
(See Exercises 1 and 2)
No comments:
Post a Comment