1. কম্পিউটার মানুষের ভাষা কীভাবে বুঝতে পারে?
সরাসরি বুঝতে পারে
আংশিক বুঝতে পারে
কখনো বুঝতে পারে না
যান্ত্রিক ভাষায় রুপান্তরিত হলে বুঝতে পারে
সঠিক উত্তর: যান্ত্রিক ভাষায় রুপান্তরিত হলে বুঝতে পারে
2. কম্পিউটার ও মানুষের ভাষা কোন ধরনের?
এক
এক নয়
একই রকম
প্রায় একই রকম
সঠিক উত্তর: এক নয়
3. প্রোগ্রামের ভিত্তি কোনটি ?
কোডিং
ডিবাগিং
প্রবাহ চিত্র
সুডোকোড
সঠিক উত্তর: কোডিং
4. গঠন বিচারে ও বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামের ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
সঠিক উত্তর: ৫ ভাগে
5. কম্পিউটার প্রোগ্রামিং ভাষাকে কয়টি ভাগে ভাগ করা হয়?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
সঠিক উত্তর: ৫ ভাগে
6. দ্বিতীয় প্রজন্মের ভাষা কোনটি?
যান্ত্রিক ভাষা
অ্যাসেম্বলি ভাষা
উচ্চস্তরের ভাষা
নিম্নস্তরের ভাষা
সঠিক উত্তর: অ্যাসেম্বলি ভাষা
7. কিউবেসিক উদ্ভাবন করেছেন কে?
মাইক্রোসপট
অ্যাপেল
আই বি এম
ইনটেল
সঠিক উত্তর: ক) মাইক্রোসপট
8. ইউরোপের বাইরে কোনটি বিস্তার নেই?
ফরট্রেন
কিউবেসিক
এলগল
কেবল
সঠিক উত্তর: এলগল
9. Fortran রূপ কেনটি ?
for termination
formulare translation
formulae transition
formula trends
সঠিক উত্তর: formulare translation
10. কেন কোম্পানি Fortran ভাষা চালু করে?
মাইক্রোসফট
অ্যাপল
আই.বি.এম
ইনটেল
সঠিক উত্তর: আই.বি.এম
11. যান্ত্রিক ভাষার প্রধান উপকরণ নিছের কোনটি?
নিজস্ব ভাষা
অ্যাসেম্বলি ভাষা
মানুষের ভাষা
যন্ত্রে নিজস্ব ভাষা
সঠিক উত্তর: যন্ত্রে নিজস্ব ভাষা
12. কখন মেশিন ভাষা চালু হয়?
১৯৪০সালে
১৯৫০সলে
১৯৪৫সলে
১৯৬০ সালে
সঠিক উত্তর: ১৯৪৫সলে
13. মেষিন ভাষার প্রধান উপকরন নিচের কোনটি ?
০ এবং ১
০ এবং ২
১ এবং ২
২ এবং ৩
সঠিক উত্তর: ০ এবং ১
14. কখন মধ্যম স্তরের ভাষার পকরণ নিচের কেনটি?
১৯৬০ সালে
১৯৫০ সালে
১৯৬৫ সালে
১৯৬০ সালে
সঠিক উত্তর: ১৯৬০ সালে
15. অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার-
যান্ত্রিক ভাষা বুঝতে পারে
সরাসরি বুঝতে পারে
সরাসরি বুঝতে পারে না
উচ্চস্তরের ভাষা বুঝতে পারে
সঠিক উত্তর:সরাসরি বুঝতে পারে না
16. অ্যাসেম্বলি ভাষাকে কী বলা হয়?
তৃতীয় প্রজন্মর ভাষা
প্রথম প্রজন্মের ভাষা
দ্বিতীয় প্রজন্মের ভাষা
চতুর্থ প্রজন্মের ভাষা
সঠিক উত্তর: গ) দ্বিতীয় প্রজন্মের ভাষা
17. লেবেল, অপকোড, অপারেন্ড ও মন্তব্য এই চারটি অংশ নিয়ে কী গঠিত হয়?
যান্ত্রিক ভাষা
নিম্নস্তরের ভাষা
অ্যাসেম্বলি ভাষা
উচ্চস্তরের ভাষা
সঠিক উত্তর: যান্ত্রিক ভাষা
18. কখন মাধ্যম স্তরের ভাষার প্রচলন শুরু হয়?
১৯৬০ সালে
১৯৪০ সালে
১৯৬৫ সালে
১৯৮০ সালে
সঠিক উত্তর: ১৯৬০ সালে
19. কোন ধরনের কম্পিউটার মধ্যম স্তরের ভাষা ব্যবহার করা যায়?
যেকোন কম্পিউটারে
যেকোন ধরনের কম্পিউটারে
নির্দিষ্ট সংখ্যক কম্পিউটারে
উন্নত মানের কম্পিউটারে
সঠিক উত্তর: খ) যেকোন ধরনের কম্পিউটারে
20. কম্পিউটারের প্রাগাম তৈরির জন্য কী প্রয়োজন হয়?
অল্প মেমরি
সীমিত মেমরী
অধিক মেমরি
অতি অল্প মেমরি
সঠিক উত্তর: অধিক মেমরি
21. কোনটি মধ্যস্তরের ভাষা?
উচ্চস্তর
ওরাকল
তৃতীয় প্রজন্মের
প্রথম প্রজন্ম
সঠিক উত্তর: খ) ওরাকল
22. কোন ভাষায় ব্যবহৃত শব্দ ইংরেজি ভাষার সাথে মিল রয়েছে?
উচ্চস্তরের ভাষা
যান্ত্রিক ভাষা
অ্যাসেম্বলি ভাষা
নিম্নস্তরের ভাষা
সঠিক উত্তর: উচ্চস্তরের ভাষা
23. উচ্চস্তরের ভাষা কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
সঠিক উত্তর: ২ প্রকার
24. C++, Visual Basic হলো-
উচ্চস্তরের ভাষা
যান্ত্রিক ভাষা
অ্যাসেম্বলি ভাষা
নিম্নস্তরের ভাষা
সঠিক উত্তর: উচ্চস্তরের ভাষা
25. C প্রোগ্রাম তৈরির সাথে কে জড়িত?
মরিস হিল
ডেনিস রিচ
টিম বার্নসলি
ডগলাস রিচ
সঠিক উত্তর: ডেনিস রিচ
26. C++ প্রোগ্রাম ডেভেলপ করেণ কে ?
team Berneers Lee
Bjarne stroustrup
Bill Gates
Charges Babbes
সঠিক উত্তর: খ) Bjarne stroustrup
27. Oracal সফ্টওয়ারের সাথে কে জড়িত ?
DLS
SDL
LDS
LSD
সঠিক উত্তর: খ) SDL
28. Oracle RDBMS সাধারণত কী নামে পরিচিত?
Oracle JAVA
Oracle
Oracle BASIC
Oracle GATES
সঠিক উত্তর: খ) Oracle
29. Oracle উন্নয়ন করা হয় কত সালে?
১৯৭৭
১৯৮০
১৯৯০
১৯৯৫
সঠিক উত্তর: ক) ১৯৭৭
30. ALGOL প্রোগ্রাম উদ্ভাবন তৈরি হয় কত সালে?
১৯৫০ সালে
১৯৬৫ সালে
১৯৯৫ সালে
১৯৯৯ সালে
সঠিক উত্তর: ১৯৯৫ সালে
31. FORTRN তৈরি করা হয়-
১৯৫০ সালে
১৯৬৫ সালে
পঞ্চশ দশকের মাঝামাঝিতে
ষাট দশকের মাঝামাঝি
সঠিক উত্তর: পঞ্চশ দশকের মাঝামাঝিতে
32. Python প্রোগ্রাম তৈরি করেণ কে?
Guido Van Rossum
Dennis Ritchie
Bjarne Strounstrup
Martin Cooper
সঠিক উত্তর: ক) Guido Van Rossum
33. জাভা ভাষা বাজারজাত করা হয় কত সালে?
১৯৯৬ সালে
২০০০ সালে
১৯৯৫ সালে
১৯৯৯ সালে
সঠিক উত্তর: ক) ১৯৯৬ সালে
34. উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কী ব্যবহৃত হয়?
কম্পাইলার
এডিটর
অ্যাসেম্বেলার
ডিবাগার
সঠিক উত্তর: ক) কম্পাইলার
35. কৃত্তিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত কোন প্রজন্মেও কম্পিউটার ভাষা?
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
পঞ্চম
সঠিক উত্তর: ঘ) পঞ্চম
36. কোন ভাষায় ভিন্ন প্রার ডাটা টাইপের মিশ্রণ খুব সহজেই করা যায়?
মেশিন ভাষায়
অ্যাসেম্বলি ভাষায়
মধ্যস্তরের ভাষায়
উচ্চস্তরের ভাষায়
সঠিক উত্তর: মধ্যস্তরের ভাষায়
37. যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করে বস্ত প্রোগ্রামে রূপান্তর করে সে প্রোগ্রামে রূপান্তর করে সে প্রোগ্রামকে কী বলে?
যান্ত্রিক প্রোগ্রাম
অনুবাদক প্রোগ্রাম
অবজেক্ট প্রোগ্রাম
উৎস প্রোগ্রাম
সঠিক উত্তর: অনুবাদক প্রোগ্রাম
38. অনুবাদক প্রোগ্রাম কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
সঠিক উত্তর: ৩ প্রকার
39. ইন্টারপ্রেন্টার কোন প্রোগ্রামের অংশ?
অনুবাদক
অ্যাসেম্বলার
কম্পাইলার
উৎস
সঠিক উত্তর: ক) অনুবাদক
40. নিচের কোন অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করে?
অ্যাসেম্বলার
ইন্টারপ্রেন্টার
কম্পাইলার
উচ্চস্তরের
সঠিক উত্তর: অ্যাসেম্বলার
41. প্রোগ্রামিং ভাষারয় লিখিত নির্দেশক কম্পিউটারের যান্ত্রিক ভাষায় পরিনত করার জন্য নিচের কেনটির দরকার হয়?
অনুবাদরেক
অনুবাদের
ফাংশনের
অ্যরের
সঠিক উত্তর: অনুবাদরেক/
42. নিচের কেনটি অনুবাদক প্রোগ্রাম?
C
Cobol
Pascal
Compiler
সঠিক উত্তর: ঘ) Compiler
43.প্রোগ্রামের ভুলকে কী বলে?
Bug
Dagg
Debugging
Bugging
সঠিক উত্তর: Bug
44. প্রোগ্রামের ভুল ত্রুটি খুজে বের করে ত দূর করাকে কী বলে?
Bug
Dagg
Debugging
Buggin
সঠিক উত্তর: Debugging
45. ৫০ এর স্থানে ০৫ লেখা হলে এ ধরনের ভুলকে প্রোগ্রামের ক্ষেত্রে কী বলা হয়?
যুক্তিগত ভুল
সিনট্যক্র ভুল
ডেটা ভুল
আউটপুট ভুল
সঠিক উত্তর: ডেটা ভুল
46. printf এর স্থানে pintf লেখা হলে প্রোগ্রামের জন্য এধরনের ভুলকে কী বলে?
যুক্তিগত ভুল
সিনট্যক্র ভুল
ডেটা ভুল
আউটপুট ভুল
সঠিক উত্তর: সিনট্যক্র ভুল
47. অ্যালগোরিদম এ গ্রাফিক্যাল উপস্থাপন কেনটি?
সের্স কোড
সুডোকোড
ফ্লোচার্ট
প্রোগ্রামিং
সঠিক উত্তর: গ) ফ্লোচার্ট
48. কম্পাইলার কোন ধরনের প্রোগ্রাম?
প্যাকেচ
অনুবাদক
ডাটাবেজ
স্প্রেডশিট
সঠিক উত্তর: অনুবাদক
49. Pseudo শব্দটি কেন ভাষা থেকে এসেছে?
জার্মান
ইতালিয়ান
গ্রীক
মান্দরিন
সঠিক উত্তর: গ্রীক
50. Pseudo শব্দের অর্থ কী?
দ্বন্দ
মিলন
সত্য
সত্য নয়
সঠিক উত্তর: ঘ) সত্য নয়
51. কোন সংস্থা সকল কাচের ধারাবাহিতা একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে কী বলে?
গ্রাফ ফ্লোচার্ট
প্রোগ্রাম ফ্লোচার্ট
সিস্টেম ফ্লোচার্ট
অবজেক্ট ফ্লোচার্ট
সঠিক উত্তর: সিস্টেম ফ্লোচার্ট
52. যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম কীভাবে কাজ করবে তার গতিধারা নির্দেশ করা হয় তাকে কী বলে?
প্রবাহ চিত্র
অ্যালগোরিদম
কম্পাইলার
ইন্টারপ্রেটার
সঠিক উত্তর: প্রবাহ চিত্র
53. ফ্লোচার্ট কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
সঠিক উত্তর: ২ প্রকার
54. কোন ফ্লোচার্টে সমস্ত কাজ কম্পিউটারে নিয়ন্ত্রন নাও করতে পারে?
ম্যানুযাল
মেশিন
কম্পিউটার
প্রিন্টার
সঠিক উত্তর: কম্পিউটার
55. প্রোগ্রাম অলগোরিদমের পরবর্তী ধাপ কোনটি?
সুডোকোড লেখা
ফ্লোচার্ট অংকন
সমস্যা চিহ্নত করণ
ত্রুটি সংশোধন
সঠিক উত্তর: ফ্লোচার্ট অংকন
56. প্রবাহ চিত্র কী?
ধারাবাহিক প্রোগ্রামের নির্বাহি চিত্র
প্রোগ্রামের উন্নয়ন চিত্র
প্রোগ্রামের চিত্র
প্রোগ্রামের অংশের চিত্র
সঠিক উত্তর: প্রোগ্রামের অংশের চিত্র
57. কিসের সাহায়্যে জচিল প্রক্রিয়া সহজভাবে উপস্থাজন করা যায়?
ফ্লোচার্ট
অ্যালগোরিদম
কম্পাইলার
ইন্টারপ্রেটার
সঠিক উত্তর: ফ্লোচার্ট
58. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এ গঠন কয় ধরনের?
২ ধরনের
৪ ধরনের
৩ ধরনের
৫ ধরনের
সঠিক উত্তর: ৪ ধরনের
59. ভিজুয়াল প্রোগ্রামিং এর ভিত্তি কোনটি?
GUI ভিত্তিক
বর্ণভিত্তিক
কী-কোড
টেক্রটভিত্তিক
সঠিক উত্তর: GUI ভিত্তিক
60. কোন ধরনের কমান্ডের সাহায্যে চালিত প্রোগ্রামকে অবজেক্ট ওরিয়েন্টে প্রোগ্রাম বলে?
টেক্রটভিত্তিক
বর্ণভিত্তিক
অবজেক্ট ভিত্তিক
কী-কোড ভিত্তিক
সঠিক উত্তর: অবজেক্ট ভিত্তিক
61. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট কয়টি?
৩টি
২টি
৪টি
৫টি
সঠিক উত্তর: ৩টি
62. নিচের কেনটি প্রাগ্রামিং ভাষা?
বাংলা
আরবি
ফরাসি
সি
সঠিক উত্তর: সি
63. সি প্রোগ্রামিং এ ক্যারেক্টার কত ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৪ ভাগে
৩ ভাগে
৫ ভাগে
সঠিক উত্তর: ৪ ভাগে
64. বিশেষ ধরনের ক্যারেক্টার কোনটি?
‘’
++
∗∗
< >
সঠিক উত্তর: < >
65. বিল্ড ইন ডেটা কত ধরনের?
২ ধরনের
৪ ধরনের
৩ ধরনের
৫ ধরনের
সঠিক উত্তর: খ) ৪ ধরনের
66. কাস্টম ডিফাইন্ড ডেটা কত প্রকার?
১০ প্রকার
৯ প্রকার
৬ প্রকার
৪ প্রকার
সঠিক উত্তর: ৪ প্রকার
67. নিচের কোনটি কাস্টম ডিফাইন্ট ডেটা?
স্ট্রাকচার
ইউনিয়ন
এনিউমিরেশন
বেজ টাইট
সঠিক উত্তর: স্ট্রাকচার
68. নিচের কোন চিহ্ন দ্বারা সিঙ্গেল কোটেশন চিহ্নিত করা হয়?
‘’
++
**
< >
সঠিক উত্তর: ক) ‘’
69. ফ্লট টাইপ ভেরিয়েবলের জন্য মেমরিতে কত বাইট জায়গা দরকার হয়?
২ বাইট
৪ বাইট
৩ বাইট
৫ বাইট
সঠিক উত্তর: খ) ৪ বাইট
70. ডাবল ডেটা টাইপের জন্য মেমরীতে কত বিটের জায়গা দরকার হয়?
৫৪ বিটের
৫৬ বিটের
৬৪ বিটের
৩২ বিটের
সঠিক উত্তর: ৬৪ বিটের
71. কোন টেক্রটের সমস্বয়ে ধ্রুবককে কী বলে?
ইন্টেজার ধ্রুবক
ক্যারেক্টার ধ্রুবক
স্ট্রিং ধ্রুবক
ফ্লোটিং ধ্রুবক
সঠিক উত্তর: স্ট্রিং ধ্রুবক
72. ২৫০.৩০ এবং ৪৫০০.১৫২ হলো-
ইন্টেজার ধ্রুবক
ক্যারেক্টার ধ্রুবক
স্ট্রিং ধ্রুবক
ফ্লোটিং ধ্রুবক
সঠিক উত্তর: ফ্লোটিং ধ্রুবক
73. দশমিক ছাডা ০-৯ পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে গঠিত হয়?
স্ট্রিং কনস্ট্যান্ট
কারেন্ট কনস্ট্যান্ট
ইন্টেজার কনস্ট্যান্ট
ফ্লোটিং পয়েন্ট
সঠিক উত্তর: ইন্টেজার কনস্ট্যান্ট
74. ইন্টিজার কনস্ট্যান্ট কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
৬ প্রকার
সঠিক উত্তর: ৩ প্রকার
75. সকল ফাংশনের বাইরে ঘোষনাকৃত চলককে কী বলে?
লোকাল চলক
অটমেটিক চলক
সর্বজনীন চলক
স্থির চলক
সঠিক উত্তর: সর্বজনীন চলক
76. যে সকল অপারেটর এাকটির এটিমাত্র অপারেন্ড নিয়ে কাজ কওে তাদেরকে কী বলে?
বাইনারি অপারেটর
ইউনারি অপারেটর
অকটাল অপারেটর
দ্বি ইউনারি অপারেটর
সঠিক উত্তর: ইউনারি অপারেটর
77. এক্রপেশন কত প্রকার?
৪ প্রকার
৫ প্রকার
২ প্রকার
৩ প্রকার
সঠিক উত্তর: ২ প্রকার
78. ANSI স্ট্যান্ডার্ড অনুযায়ী সি-তে মোট তটি কী ওয়ার্ড থাকে?
৩০টি
৩১টি
৩২টি
৩৩টি
সঠিক উত্তর: ৩২টি
79. ANSI স্ট্যান্ডার্ড অনুযায়ী সি-তে মোট কতটি টোকেন ব্যবহার করা হয়?
৬টি
৫টি
৪টি
৭টি
সঠিক উত্তর: ৬টি
80. স্টেটমেন্টের একটি হলো সাধারন স্টেটমেন্টে এবং অপরটি কী?
জটিল স্টেটমেন্ট
সর্বজনিন স্টেটমেন্ট
বাইনারী স্টেটমেন্ট
সহজ স্টেটমেন্ট
সঠিক উত্তর: ক) জটিল স্টেটমেন্ট
81. নিচের কেন কমান্ডটি ভুল?
Print()
scanf()
main()
getch()
সঠিক উত্তর: Print()
82. সি ভাষায় নিচের কোন ফাংশন দ্বারা পড়ানো হয় ?
print()
scanf()
main()
getch()
সঠিক উত্তর: ক) print()
83. সি ভাষায় নিচের কোন ফাংশন দ্বারা বর্গমূল নির্নয় করা হয়?
print()
sqrt()
abs()
scanf()
সঠিক উত্তর: sqrt()
84. সি প্রোগ্রামে কয়টি পদ্ধতিতে ইনপুট দেওয়ার বেবস্থা আছে?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
সঠিক উত্তর: ৩ প্রকার
85. সি ভাষায় কোন প্রোগ্রাম run করাতে কী press করতে হবে?
sfift + f9
ctrl + f7
ctrl + f9
sfift + f8
সঠিক উত্তর: ctrl + f9
86. সি প্রোগ্রামে একটি string read করাতে কী কোড দিতে হবে?
% d
% x
% d
% s
সঠিক উত্তর: % s
87. কন্ট্রোল স্টেটমেন্ট কত প্রকার?
% s
% g
% u
% h
সঠিক উত্তর: % h
88. কন্ট্রোল স্টেমেন্ট কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
সঠিক উত্তর: ২ প্রকার
89. কন্ট্রোল স্টেমেন্টের একটি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হলে অপরটি-
লুপ স্টেটমেন্ট
লুপ কন্ট্রোল স্টেটমেন্ট
সার্বজনীন
বাহ্যিত স্টেটমেন্ট
সঠিক উত্তর: খ) লুপ কন্ট্রোল স্টেটমেন্ট
90. সমজাতীয় ডেটার জন্য কী ব্যাবহার করা হয়?
দ্বি-মাত্রিক অ্যারে
ত্রি-মাত্রিক অ্যারে
বিভিন্ন ধরনের অ্যারে
একই অ্যারে
সঠিক উত্তর: একই অ্যারে
91. একটি অ্যারেতে মোট কতগুলো একই জাতীয় ডেটা বাখা হবে তা কী দ্বারা নির্নয় করা হয়?
কলাম
অ্যারে
ইনডেক্র
সারি
সঠিক উত্তর: ইনডেক্র
92. লাইরেরী ফাংশন কত প্রকার?
৩ প্রকার
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
সঠিক উত্তর: ২ প্রকার
93. ফাংশনে ব্যবহারিত প্যারা মিটার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
সঠিক উত্তর: ২ প্রকার
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন
94. কম্পিউটার বুঝতে পারে না-
i. বর্ণ
ii. জাত
iii. চিহৃ
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ. i ও iii
95. কম্পিউটার শুধু বুঝতে পারে-
i. off & on
ii. 0 & 1
iii. বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii
96. প্রয়োগের বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাষাগুলো হলো-
i. প্রক্রিয়া ভিত্তিক ভাষা
ii. সমস্যা ভিত্তিক ভাষা
iii. নির্বাহ ভিত্তিক ভাষা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
97. প্রোগ্রামিং রচনার বিভিন্ন ধরনের ভাষা যেমন-
i. সি++
ii. ফরট্রান
iii. জাভা ও বেসিক
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
98. যান্তিক ভাষা তৈরি হয়-
i. কম্পিউটারের ভাষা থেকে
ii. বাইনারি সংখ্যা পদ্ধতিতে
iii. ০ ও ১ অংক দিয়ে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
99. অ্যাসেম্বলি ভাষার কয়েকটি নির্দেশ হলো-
i. JMP
ii. DIV
iii. ADD
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
100. অ্যাসেম্বলি ভাষায় অপারেশন কোডগুলো হল-
i. ADD
ii. SUP
iii. MUL
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ. i ও iii
101. Fortran দিয়ে করা যায়-
i. হিসেব - নিকেশ
ii. ইঞ্জিনিয়ারিং হিসেব - নিকেশ
iii. সামরিক খাতে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii
102. Python এর ফাংশনাল প্রোগ্রামিং টুলস-
i. Lamda
ii. Filter
iii. Reduce
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
103. C++ প্রোগ্রামিং ভাষা-
i. বাণিজ্যিক প্রয়োগের ভাষা
ii. গাণিতিক প্রয়োগের ভাষা
iii. বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii
104. চতুর্থ প্রজন্মের ভাষা হলো
i. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ
ii. অ্যাক্টরাল ল্যাঙ্গুয়েজ
iii. অতি উচ্চস্তরের ভাষা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
105. 4GL এর ভাষা-
i. DS
ii. INTELECT
iii. ORACLE
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
106. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ-
i. যন্তের ভাষা
ii. মানুষের ভাষা
iii. প্রোগ্রামিং ভাষা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii
107. উৎস প্রোগ্রাম হলো-
i. অ্যাসেম্বলি ভাষায় রচিত
ii. উচ্চস্তরের ভাষায় রচিত
iii. যন্তিক ভাষায় রচিত
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i ও ii
108. অনুবাদক প্রোগ্রাম হলো-
i. অ্যাসেম্বলার
ii. ইন্টারপ্রেটার
iii. কম্পাইলার
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
109. কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি-
i. একসাথে পড়ে
ii. বানান সংশোধন করে
iii. একসাথে অনুবাদ করে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
110. ইন্টারপ্রেটার উৎস প্রোগ্রামের-
i. এক লাইন পড়ে এবং অন্য লাইনে যায়
ii. যান্তিক ভাষায় অনুবাদ করে
iii. ভূল সংশোধন করে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
111. প্রোগ্রামে ভূল হতে পারে-
i. Data error
ii. Logoical error
iii. Syntax error
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
112. সুডোকোড হলো-
i. অ্যালগোদিরম ধাপসমূহের চিত্ররূপ
ii. ছদ্ম প্রোগ্রাম
iii. কিছু সংখ্যক নিদের্শের সমাহার
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii
113. কোনো প্রোগ্রাম লেখার কাজ শেষ করার পর যেসব ক্রটি থাকতে পারে সেগুলো হলো-
i. নির্বাহজনিত ক্রটি
ii. যুক্তি সংক্রান্ত ক্রটি
iii. চিহাদির ক্রটি
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
114. ফ্লোচার্টের মৌলিক ছাঁচ-
i. চক্র
ii. জাম্প
iii. সরল অনুক্রম
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
115. প্রোগ্রাম ডিজাইনের মডেলগুলো-
i. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
ii. ভিজুয়্যাল প্রোগ্রামিং
iii. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
116. ভিজুয়্যাল বেসিক প্রোগ্রামিং এ ব্যবহার করা হয়-
i. টেক্স বক্স কন্ট্রোল
ii. লেভেল কন্ট্রোল
iii. লিস্ট বক্স কন্ট্রোল
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
117. সি প্রোগ্রাম এর বৈশিষ্ট্য-
i. প্রতিটি স্টেমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়
ii. একটি মন্তব্যের মধ্যে আর একটি মন্তব্য দেওয়া হয়
iii. প্রোগ্রাম শুরু হয় একটি ফাংশন main() এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ. i ও iii
118. মেমোরিতে ডেটা জায়গা দখল করে-
i. ফ্লোটিং ডেটা টাইপে ৬ বাইট
ii. ডাবল ডেটা টাইপে ৮ বাইট
iii. ক্যারেক্টার ডেটা টাইপে ১ বাইট
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii
119. C সমর্থন করে-
i. ফান্ডামেন্টাল ডেটা টাইপ
ii. ডিরাইভড ডেটা টাইপ
iii. এম্পটি ডেটা টাইপ
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
120. ডাবল ডেটা টাইপ-
i. ১ম ৫২ বিট
ii. পরবর্তী ১১টি বিট
iii. শেষ বিটটি সাইন বিট
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
121. রিলেশনাল অপারেটর হলো-
i. <,>
ii. =<,>=
iii. = =
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
122. Array Variable হতে পারে-
i. একমাত্রিক
ii. দ্বিমাত্রিক
iii. বহুমাত্রিক
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
123.C -তে লজিক্যাল অপারেটর হল-
i. AND
ii. OR
iii. NOT
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
124. বহুল ব্যবহুত ইনপুট স্টেটমেন্ট scanf(), যার সাহায্যে ইনপুট দেওয়া যায়-
i. int
ii. char
iii. float
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
125. কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হলো-
i. if statement
ii. if else statement
iii. nested if
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
126. C প্রোগ্রামিং এর হেডার ফাইল-
i. stdio.h
ii. math.h
iii. conio.h
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
127. কয়েকটি লাইবেরী ফাংশন-
i. print()
ii. Show()
iii. Scanf()
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ. i ও iii
128. ফাংশনের অংশগুলো হচ্ছে-
i. Function definition
ii. Function calling
iii. Function return
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন
Situation Set MCQ
নিচের উদ্দিপকটি পড় এবং ১২৯ হতে ১৩১ নং প্রশ্নগুলো উত্তর দাওঃ
#include
main()
{
float a;
Printf("Type Number")
Scanf(",%d,",&a);
}
শিক্ষক ক্লাসে সি ভাষায় ৫ সে.মি. ভূমি ও ১০ সে.মি. উচ্চতাবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম লিখতে বললেন। রতনের প্রোগ্রাম ভুল ফলাফল প্রদর্শন করল এবং সুমনের প্রোগ্রামের রান করার পর কোড নম্বরসহ ক্রটি প্রদর্শন করল। রতনের প্রোগ্রাম সঠিক নির্বাহজনিত ক্রটি প্রদর্শন করল।
129. সি ভাষায় লেখা প্রোগ্রামকে কী বলা হয়?
সোর্স কোড
অবজেক্ট কোড
অ্যাসকি কোড
ইউনি কোড
সঠিক উত্তর: সোর্স কোড
130. রতনের তৈরি প্রোগ্রামে কী ধরণের ভুল হতে পারে বলে তুমি মনে করো?
চিহ্নাদির ত্রুটি
যুক্তিসংক্রান্ত ত্রুটি
নির্বাহজনিত ত্রুটি
ডেটা সংক্রান্ত ত্রুটি
সঠিক উত্তর: নির্বাহজনিত ত্রুটি
131. উপরের ফাংশনটি C প্রোগ্রামে কীভাবে লেখা যায়?
root (cube'(add x,y))
sqrt(cube(add(x,y)))
sqrt(add(x,y))
root(add(x,y))
সঠিক উত্তর: root (cube'(add x,y))
নিচের উদ্দিপকটি পড় এবং ১৩২ হতে ১৩৫ নং প্রশ্নগুলো উত্তর দাওঃ
শ্রেয়া একজন দক্ষ প্রোগ্রামার। তার প্রোগ্রামিং ভাষার সিন্ট্যাক্স এমন, সে খুব সহজেই কিছু লাই কোড লিখেই তার চিন্তাভাবনার রূপদান করতে পারে।
132. শ্রেয়ার প্রোগ্রামিং ভাষার মূল দর্শন নিচের কোনটি?
প্রোগ্রাম কোড কঠিন হবে
যেকোন প্রোগ্রামে রূপান্তরিত করা যাবে
প্রোগ্রাম কোড সহজবোধ হবে
write Once, run anywhere
সঠিক উত্তর: প্রোগ্রাম কোড সহজবোধ হবে
133. শ্রেয়ার প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম করার সুযোগ আছে কোন মডেলে-
i. Concurrent মডেল
ii. Imperative মডেল
iii. Functional মডেল
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii
134. যে প্রোগ্রাম কম্পিউটারের উৎস প্রোগ্রামকে ভাষায় অনুবাদ করে বস্তুপ্রোগ্রাম এ পরিনত করে সে প্রোগ্রামকে-
i. অনুবাদক প্রোগ্রাম বলে
ii. অনুদিত প্রোগ্রাম বলে
iii. রূপান্তরিত প্রোগ্রাম বলে
নিচের কোনটি সঠিক?
i, ii ও iii
i
ii
iii
সঠিক উত্তর: খ. i
135. দুটি অপারেন্ড এর মধ্যে SUB দিয়ে কী নির্দেশ করে?
বিয়োগ
যোগ
গুণ
ভাগ
সঠিক উত্তর: বিয়োগ
No comments:
Post a Comment