১। সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
= সায়মা ওয়াজেদ হোসেন
২। এসডিজি সূচক বাস্তবায়নে ১৫৭ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম ?
=১২০ তম
৩। বর্তমানে ঢাকা বিশ্বের কত তম মেগাসিটি?
=১১তম লাস্ট আপডেট অক্টোবর , ২০১৬ অনুযায়ী)
৫। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কত শতাংশ কর্মক্ষম মানুষ রয়েছে ?
= ৬৮%
৬। বাংলাদেশে সবচেয়ে কোন দেশ থেকে বেশি পর্যটক আসে ?
= চীন
৭। বাংলাদেশের রপ্তানি আয়ের কত শতাংশ তৈরি পোশাক থেকে আসে ?
= ৮০% এর বেশি
৮। ২x৬৬০ মেঃওঃ মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) এ কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হবে?
=সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি । সর্বশেষ ইউনেস্কোর মিটিং রামপাল বিষয়ে ১১টি সিদ্ধান্ত নেওয়া হয় এবং রামপলের পক্ষে সমর্থন দিয়েছে- ১২টি দেশ ।
৯। বাংলাদেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় হবে?
= সিলেট
১০ । সম্প্রতি মূসা ইব্রাহিম কোন পর্বত জয় করেছেন?
=মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড
১১। বাংলাদেশে বর্তমানে মোট নদীবন্দর কতটি?
= ৩০ টি
১২। পোশাক রপ্তানিতে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান কততম?
= ২য়
১৩। মুসলিম বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কততম ?
= ৪র্থ ।
Tuesday, July 17, 2018
সাম্প্রতিক তথ্য
Tags
# Bangladesh Affairs
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
Bangladesh Affairs
Labels:
Bangladesh Affairs
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment