১৭৪৩ সালের ২৬শে আগস্ট ফ্রান্সে ল্যাভয়শিঁয়ে জন্মগ্রহণ করেন। ল্যাভয়শিঁয়ে প্রথম বললেন,বাতাসের ২টি উপাদান।একটি শ্বাসযোগ্য,অপরটি বিষাক্ত।যেটি শ্বাসযোগ্য তার নাম দিলেন অক্সিজেন।প্রকৃতপক্ষে তাঁরই আন্তরিক প্রচেষ্টায় গড়ে ওঠে আধুনিক রসায়নশাস্ত্রের ভিত্তিমূল।আধুনিক রসায়নের জনক ল্যাভয়শিঁয়ের আরেকটি মহৎ কীর্তি রসায়নের জন্য অভিধান তৈরি করা। ১৭৯৪ সালের মে মাসের কোন এক সকালে তাঁকে হত্যা করা হয়।তাঁর মৃত্যুর পর বিজ্ঞানী লরেঞ্জ বলেছিলেন,’শুধু একটি মুহূর্ত লেগেছিল তাঁর মাথাটি কাটতে।তেমন আর একটি মাথা পেতে হয়ত আমাদের আরো একশ বছর অপেক্ষা করতে হবে।‘
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment